সোমেন মিত্রের প্রয়াণে দিনহাটায় শ্রদ্ধাজ্ঞাপন কংগ্রেস কর্মীদের

নিজস্ব সংবাদদাতা দিনহাটা: প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র র প্রয়াণে দিনহাটায় শ্রদ্ধা জানালো কংগ্রেস কর্মী সমর্থকরা। দলের মহাকুমা কার্যালয় সহ মহাকুমার বিভিন্ন এলাকায় দলীয় কার্যালয় গুলিতে বৃহস্পতিবার দলীয় পতাকা অর্ধনমিত রেখে প্রয়োজনে তাকে শ্রদ্ধা জানান হল ।
বৃহস্পতিবার দিনহাটা শহরের গোধূলি বাজার এলাকায় জাতীয় কংগ্রেসের দিনহাটা মহাকুমা কার্যালয় ও শাখা সংগঠনের পতাকা অর্ধনমিত করে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। এদিন তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রাক্তন বিধায়ক জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি কেশব চন্দ্র রায়, দলের জেলা কার্যকরী সভাপতি আজিজুল হক, জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক কমল দাশগুপ্ত, দলের দিনহাটা দুই ব্লক সভাপতি মাসুদ হাসান প্রমুখ।
এদিন প্রয়াত নেতা কে শ্রদ্ধা জ্ঞাপন ছাড়াও তার রাজনৈতিক জীবন নিয়ে আলোচনা করেন দলের নেতৃত্ব। প্রাক্তন বিধায়ক কেশব রায় বলেন সোমেন মিত্রর মৃত্যুতে অপূরণীয় ক্ষতি হল। তিনি ছিলেন তাদের রাজনৈতিক অভিভাবক। উল্লেখ্য কংগ্রেসের এই নেতা একাধিকবার দিনহাটায় আসেন।