fbpx
কলকাতাগুরুত্বপূর্ণপশ্চিমবঙ্গহেডলাইন

কোথায় দাঁড়িয়ে রাজ্যে করোনা পরিস্থিতি! একনজরে দেখে নিন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনার বিরুদ্ধে লড়াই চলছে রাজ্যজুড়ে। কোথায় দাঁড়িয়ে পরিস্থিতি। কতজন আক্রান্ত হলেন। কতজনের প্রান কাড়ল এই মহামারী। সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারলেন কতজন। একনজরে দেখে নেওয়া যাক।‌

রাজ্য এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যা ৪২৩‌। গত ২৪ ঘন্টা য় ৩৮ টি কেস সামনে এসেছে। এখনও পর্যন্ত ৯৮৮০ জনকে টেস্ট করা হয়েছে। সুস্থ হয়ে উঠছেন ১০৫ জন‌। মৃত্যু হয়েছে ১৮ জনের। কমপক্ষে ২৩৬১৮ জন রয়েছেন হোম কোয়ারান্টিনে ‌। এছাড়াও প্রশাসনিক তরফে ৫২১৫ জনকে রাখা প্রাতিষ্ঠানিক কোয়ারান্টিনে।

Related Articles

Back to top button
Close