fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

কৃষক সহায়তায় আধুনিক কৃষি সরঞ্জাম বিতরণ রাজ্যের

সুদর্শন বেরা,পশ্চিম মেদিনীপুর: বনদফতরের এর উদ্যোগে স্থানীয় কৃষকদের হাতে তুলে দেওয়া হল আধুনিক কৃষি সরঞ্জাম। রুপনারায়ন বিভাগের উদ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলার গোয়ালতোড় থানার বনবিভাগের গোয়ালতোড় রেঞ্জ অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বাসিন্দাদের হাতে কৃষি সরঞ্জাম তুলে দেওয়ার জন্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রূপনারায়ন বনবিভাগের ডিএফও মনীষ যাদব ,গোয়ালতোড় রেঞ্জের রেঞ্জার ফুরসিদ আলম সহ বন দফতরের অন্যান্য আধিকারিকরা। ওই অনুষ্ঠানে বনদপ্তর এর পক্ষ থেকে কৃষি সরঞ্জাম হিসেবে ধান ঝাড়া মেশিন, স্প্রে মেশিন সহ সহ কৃষি কাজে ব্যবহৃত বিভিন্ন জিনিস গ্রামবাসীদের হাতে তুলে দেওয়া হয়। রূপনারায়ন বনবিভাগের ডিএফও মনীষ যাদব বলেন রূপনারান বন বিভাগের প্রতিটি এলাকায় দরিদ্র কৃষকদের হাতে বিভিন্ন কৃষি সরঞ্জাম তুলে দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শনিবার এক অনুষ্ঠানের মাধ্যমে কিছু মানুষের হাতে ধান ঝাড়া মেশিন , স্প্রে মেশিন তুলে দেওয়া হয়।

তিনি বলেন এর ফলে বনবিভাগের সাথে সাধারণ মানুষের যোগাযোগের মাধ্যম আরও ভালো হয় ।বন দপ্তর এর সাথে গ্রামের মানুষদের যোগাযোগ ব্যবস্থাকে উন্নত করার জন্য এবং দরিদ্র কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি জানান । রূপনারায়ন বন দফতরের উদ্যোগে কৃষি সরঞ্জাম গ্রামবাসীদের দেওয়ায় খুশি গোয়ালতোড় এলাকার বাসিন্দারা ।তারা বন দফতরকে যাবতীয় সাহায্য করবেন বলে রূপনারায়ন বিভাগের বন দফতরের বনাধিকারিক মনীষ যাদব কে আশ্বাস দেন।

Related Articles

Back to top button
Close