ডিএ নিয়ে স্যাটের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে রাজ্য সরকার!

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারী কর্মচারীদের কেন্দ্রীয় হারে ডিএ বা মহার্ঘ ভাতার দাবি তুলে যে মামলা দায়ের হয়েছিল এবার সেই মামলার ঘটনায় বেশ চাঞ্চল্যকর মোড় নিল। ছয় মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা মিটিয়ে দেওয়া নিয়ে স্যাট-এর নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ হল পশ্চিমবঙ্গ সরকার।
যার অর্থ আগামী রাজ্য বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সরকারি কর্মচারীরা আর হাতে বাড়তি ডিএ পাচ্ছেন না। কারন আগামী ৩ ডিসেম্বর থেকে হাইকোর্টে এই মামলার শুনানি শুরু হতে পারে। সেই মামলার রায় হাইকোর্ট কবে দেবে তা এখনই বলা সম্ভবও নয়। খুব কম করেও দেড়-দুই বছর লেগে যেতেই পারে এই মামলার রায় বার হতে।
২০১৯ সালের ২৭ জুলাই পরবর্তী ৬ মাসের মধ্যে সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘভাতা দেওয়ার নির্দেশ দেয় রাজ্য প্রশাসনিক ট্রাইব্যুনাল বা স্যাট। বলা হয়, কী ভাবে ভাতা বাবদ বকেয়া অর্থ মিটিয়ে দেওয়া হবে তা তিন মাসের মধ্যে জানাতে হবে প্রশাসনকে।
সেই নির্দেশ অমান্য করে নবান্ন। তার জেরে স্যাট-এ রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করে একাধিক কর্মী সংগঠন।
এই পরিস্থিতিতে স্যাট-এর রায়ের বিরুদ্ধে আদালতে রিভিউ পিটিশন দাখিল করে বাংলার সরকার। গত জুলাই মাসে সেই আবেদন খারিজ করে রায় বহাল রাখে কলকাতা হাই কোর্ট।
গত ২৩ সেপ্টেম্বর স্যাট-এর তরফে জানানো হয়, ১৬ ডিসেম্বরের মধ্যে রাজ্যকে বকেয়া মহার্ঘভাতা মিটিয়ে দিতে হবে। সেই নির্দেশকে ফের চ্যালেঞ্জ করে এবার হাই কোর্টে রিট পিটিশন জমা দিল পশ্চিমবঙ্গ সরকার।