শ্বাসনালীতে গুঁড়ো দুধ ঢুকে মৃত্যু শিশুর, হাসপাতালকে ২ লক্ষ টাকা জরিমানা স্বাস্থ্য কমিশনের

অভীক বন্দ্যোপাধ্যায়,কলকাতা: ছোট্ট বাচ্চার সঙ্গে মা থাকতে চাইলেও নিয়ম দেখিয়ে তাদের একসঙ্গে রাখতে দেয়নি হাসপাতাল। কিন্তু দায়িত্ব নিয়েও হাসপাতাল বাঁচিয়ে রাখতে পারেনি সেই একরত্তিকে। ২০১৯ সালের অক্টোবরে মাঝরাতে মায়ের কাছে ফোন আসে,
তার শিশু মারা গিয়েছে। সেই ঘটনাতেই অভিযুক্ত মালদহের দিশারী হেলথ পয়েন্টকে ২ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন।
প্রসঙ্গত, মাত্র ২৯ দিনের শিশু মায়ের দুধ ছাড়া অন্য কিছু খাওয়ার কথা নয়। মকবুল ইসলাম নামে ২৯ দিনের ওই মৃত সদ্যোজাতের বাবা স্বাস্থ্য কমিশনে জানিয়েছেন, ভ্যাকসিন দেওয়ার পর তাঁর ২৯ দিনের সন্তানের একটি সমস্যা হয়েছিল। ছোট্ট একটা অস্ত্রোপচারের জন্য শিশুটিকে ভর্তি করা হয়েছিল মালদহের দিশারী হেলথ পয়েন্টে। ৩১ অক্টোবর রাত ১০টা নাগাদ বাচ্চাকে দুধ খাইয়ে বেরিয়ে আসেন মা।
তারপর রাত আড়াইটেয় বাচ্চাটির মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে লেখা ছিল অ্যাসপিরেশন নিউমোনিয়া। পরে জানা যায়, মা দুধ খাওয়ানোর পরেও কেউ শিশুটিকে গুঁড়ো দুধ খাওয়ানোর চেষ্টা করতে গলায় বিষম লেগে মৃত্যু হয় শিশুটির। যদিও কে এই কীর্তি করেছিলেন, তা জানা যায়নি। তবে গাফিলতির অভিযোগ প্রমাণিত হওয়ায় ওই হাসপাতালকে ২ লক্ষ টাকা জরিমানা করল স্বাস্থ্য কমিশন।