fbpx
কলকাতাগুরুত্বপূর্ণহেডলাইন

Breaking: ইডির হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ইডির হাতে গ্রেফতার রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ ২৭ ঘণ্টা জেরার পর রাজ্যের মন্ত্রীকে গ্রেফতার হল কেন্দ্রীয় আধিকারিকেরা। শুক্রবারের পর শনিবারও সকালে জেরা করা হয়। উদ্ধার করা হয় প্রচুর নথি। গতকাল দক্ষিণ ২৪ পরগনার দিকে মন্ত্রী ঘনিষ্ঠ এক অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকেও নথি করে ইডির আধিকারিকরা। গ্রেফতার করা হয়েছে মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়কে। একই সঙ্গে দুজনকে আজ আদালতে তোলা হবে। তারপর নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আবেদন জানানো হবে। কলকাতায় তদন্ত ও জিজ্ঞাসাবাদে সমস্যা হলে দিল্লি নিয়ে যাওয়া হতে পারে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখার্জিকে।

রাতেই পার্থ চট্টোপাধ্যায় এর বাড়িতে পৌঁছে যায় আরো অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী ও ইডি এর আধিকারিকরা। মন্ত্রীর ব্যক্তিগত আইনজীবীকে রাতেই বাড়িতে ডেকে পার্থ বাবুর সামনে বসিয়ে ১৮ টি গুরুত্বপূর্ণ নথির সিজার লিস্টে স্বাক্ষর করান ইডির তদন্তকারী আধিকারিকরা। নামে বেনামে কয়েকশো কোটি টাকার সম্পত্তির হদিশ। উদ্ধারকৃত মোবাইলের কল রেকর্ডে পাওয়া টাকা বিনিয়োগের নথিতে উঠে এসেছে বেশ কয়েকজন ব্যবসায়ীর নাম।

পাশাপাশি দক্ষিণ ২৪ পরগনায় মন্ত্রী ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর বেলঘরিয়া রথতলায় অভিজাত আবাসন ক্লাব টাউন হাউসে ২ দামী ফ্ল্যাট ও দেওয়ান পাড়ায় একটি বাংলো বাড়ির হদিশ পেল ইডি। অর্পিতার বাড়ি থেকে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে ১০ টি সম্পত্তির নথি, ৫০ লক্ষ টাকার সোনা ও হীরের গহনা এবং প্রায় ২১ কোটি টাকা নগদ। অর্পিতার পাশাপাশি আরও এক ঘনিষ্ট মহিলার নাম উঠে এল পার্থ চট্টোপাধ্যায় এর কাছ থেকে পাওয়া নথি অনুযায়ী। তার নাম মোনালিসা দাস। মোনালিসার গতিবিধির ওপর নজরদারি ইডির আধিকারিকদের।

 

 

Related Articles

Back to top button
Close