fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

করোনা আবহে পুরুলিয়া জেলার কাজের প্রশংসা করলেন রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র

সাথী প্রামাণিক, পুরুলিয়া: পুরুলিয়া জেলার পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীদের উৎসাহ দিয়ে গেলেন রাজ্য পুলিশের মহানির্দেশক বীরেন্দ্র। সঙ্গে ছিলেন এডিজি(এপি),এডিজি পশ্চিমাঞ্চল ও আই জি, বাঁকুড়া রেঞ্জ। করোনা পরিস্থিতিতে জেলা পুলিশ অত্যন্ত দক্ষতার সঙ্গে লকডাউন সফল করেছে।

 

 আরও পড়ুন:ইরানের পরমাণু সমঝোতা নিয়ে নিরাপত্তা পরিষদে অনলাইন বৈঠক

বুধবার জেলা পুলিশ লাইনের কনফারেন্স হলে তিনি প্রতিটি থানার ওসি, আইসি, এসপি সহ পুলিশ আধিকারিকদের উৎসাহিত করেন। জেলা পুলিশ সুপার এস সেলভামুরুগান জানিয়েছেন, পুলিশকর্মীদের উৎসাহ দিতেই এসেছিলেন ডিজি। এদিন পুরুলিয়ায় রাজ্য পুলিশের মহানির্দেশক গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে রুদ্ধদ্বার বৈঠক করেন। সেখানে কিছু নির্দেশ দিয়ে যান বলে জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Related Articles

Back to top button
Close