সুন্দরবন এ দুর্গতদের পাশে রাজ্য পুলিশ কর্মীরা

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: পুলিশের মানবিক মুখ সুন্দরবনে। আমফান ঝড়ে ক্ষতিগ্রস্ত বসিরহাট মহাকুমার হিঙ্গলগঞ্জ বিধানসভা অঞ্চলের ৩০ থেকে ৩৫টি গ্রাম।এই গ্রামগুলির কয়েক হাজার মানুষকে লাগাতার শুকনো খাবার দুবেলা পেট ভরে খাবার দিচ্ছেন রাজ্য পুলিশকর্মীরা।
পুলিশকর্মীরা নিজেরাই রান্না করে ভাত, ডাল, মাছ, সবজি সহ সুষম খাদ্য নিয়ে গিয়ে গ্রামে পরিবেশন করছেন। পাশাপাশি পুলিশকর্মীরা রোগের প্রকোপ যেন না বাড়ে, সেইজন্য চিকিৎসকদের পরামর্শ নিয়ে পর্যাপ্ত প্রয়োজনীয় ঔষধের ব্যবস্থা করছেন। এছাড়াও সবার জন্য স্যানিটাইজার, মাক্স দিয়ে যাচ্ছেন লাগাতার। পাশাপাশি দুর্গতদের নতুন জামাকাপড় দিয়ে পাশে দাঁড়িয়েছেন রাজ্য পুলিশের কয়েকজন পুলিশ। কিন্তু এলাকার সাধারণ মানুষ ক্ষোভ উগরে দিয়েছেন রাজনৈতিক ব্যক্তিদের ওপর। এদিন হিঙ্গলগঞ্জ বিধানসভার শতাধিক যুবক ত্রাণ সামগ্রী নিয়ে ঢুকে পড়ে মানুষকে ত্রাণসামগ্রী দেয়।