উত্তরপ্রদেশে নির্বিঘ্নে ভোটগ্রহণ সম্পন্ন হলেও, বিক্ষিপ্ত অশান্তির মধ্যে দিয়ে মিটল রাজ্যের পুরভোট
ভোট দিতে পারলেন না অর্জুন সিং, সোমবার ১২ ঘন্টা বন্ধের ডাক বিজেপির

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ উত্তরপ্রদেশে পঞ্চম দফার ভোট নির্বিঘ্নে মিটলেও মোটের উপর বিক্ষিপ্ত অশান্তির বাতাবরণেই সম্পন্ন হল পশ্চিমবঙ্গের ১০৮ পুরসভার নির্বাচন। কোথাও ইভিএম মেশিন খারাপ, তো কোথাও ভোটে কারচুপি আবার কোথাও ছাপ্পা মারার অভিযোগ। আবার কোথায় ভোটার গিয়ে জানতে পারলেন আগেই পড়ে গেছে তার ভোট। এদিন নিজের ভোট নিজে দিতে পারলেন না বিজেপি নেতা অর্জুন সিং। ভোটে অশান্তির অভিযোগ তুলে সোমবার বন্ধের ডাক দিয়ে বিজেপি। সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত ১২ ঘন্টার এই বনধ পালিত হবে।
এদিন ভোট শুরু হতেই বিক্ষিপ্ত অশান্তির বাতাবরণ তৈরি হয়। উত্তপ্ত হয় মুর্শিদাবাদ। ধুলিয়ানে জখম হন পুলিশকর্মী। জঙ্গিপুরে দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ধুলিয়ান পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়ায়।বোমার আঘাতে চোখে গুরুতর চোট পান ওই পুলিশকর্মী। তাকে সামশেরগঞ্জ অনুপনগর হাসপাতালে নিয়ে আসা হয়। জঙ্গিপুর পুলিশ সুপার ভোলানাথ পান্ডের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে। পুলিশকে লক্ষ্য করে চলে ইটবৃষ্টি। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য পাল্টা ছোঁড়া হয় কাঁদানে গ্যাস। জঙ্গিপুর পুরসভার ১৬নম্বর ওয়ার্ডে উত্তর মুর্শিদাবাদ জেলা বিজেপি সভাপতি ধনঞ্জয় ঘোষকে গ্রেফতার করে পুলিশ।
বারাসাত, ভাটপাড়া, বসিরহাট ও উত্তর দমদমে পরপর ইভিএম ভাঙার অভিযোগ ওঠে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে। ইভিএম ভাঙার অভিযোগে ইতিমধ্যেই বারাসত এবং বসিরহাটে দুই বিজেপি প্রার্থীকে গ্রেফতার করেছে পুলিশ৷
আর ইভিএম ভাঙার কারণেই ভোট দিতে পারলেন না বিজেপি সাংসদ অর্জুন সিং। যদিও তিনি বলেন, ”যেভাবে ভোটগ্রহণ চলছে, গণতন্ত্র নয় আসলে মমতাতন্ত্র চলছে।’
ভোটে খবর করতেই গিয়ে বিক্ষোভকারীদের কাছে আক্রান্ত হতে হল বেশ কিছু সাংবাদিককে। মোটের উপর দিনভর উত্তেজনার মধ্যে দিয়ে সম্পন্ন হল পুরভোট।