জেলা সফরে কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি, ঝড় তুললেন কাঁথির সভায়

শ্যামল কান্তি বিশ্বাস : জনদরদী কৃষক নেতা, ভারতীয় কৃষাণ মোর্চার রাজ্য সভাপতি মহাদেব সরকারের বস্তূনিষ্ঠ সাংগঠনিক আলোচনায় মুগ্ধ দলীয় কর্মী সমর্থকেরা। ১ লা জুন দায়িত্ব গ্ৰহনের পর করোনা আবহে সামাজিক দূরত্ব বজায় রেখে প্রথমে নদীয়া,হুগলী,দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ জেলা সমূহে ছোট ছোট সাংগঠনিক সফর অভিযানের মধ্যদিয়ে এগিয়ে চলা এবং তারপর করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে,জেলা পরিক্রমা স্থগিত রাখলেও পূনরায় জেলা সফর শুরু করেছেন মহাদেববাবু।
প্রধানমন্ত্রীর জন্ম সপ্তাহ পালন উপলক্ষে বিশেষ সেবা কর্মসূচির স্বার্থক রূপায়নে নদীয়ার ধুবুলিয়া সহ কৃষ্ণনগর, হাওড়ার আমতা সহ বাগনান, গতকাল মেদিনীপুরের তমলুক এবং দীঘা-র পর কাঁথি বিধানসভা এলাকার সাংগঠনিক সভায়
উপস্থিত হয়ে কেন্দ্রীয় কৃষি বিলের সার্বিক বিশ্লেষণ সহ রাজ্যের তৃনমূল সরকারের কৃষি বিরোধী নীতির তীব্র সমালোচনা করেন সংগঠনের রাজ্য সভাপতি মহাদেব সরকার। কৃষাণ মোর্চার জেলা সভাপতি অনুপ চক্রবর্তীর স্বাগত ভাষনের ভূয়ষী প্রশংসার পর ই জ্বালাময়ী ভাষনে উত্তপ্ত করে তোলেন সভাকক্ষ।রাজ্য সরকারের জনবিরোধী কৃষিনীতির বিরুদ্ধে গর্জে ওঠার আহ্বানের পাশাপাশি রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার্থে রাজ্য সরকারের চূড়ান্ত ব্যার্থতার কথা তুলে ধরেন মহাদেব বাবু।