রাজ্যের স্কুলের পোশাক এবার নীল-সাদা! চরম বিরোধিতায় বিজেপি রাজ্য সভাপতি

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ সেতু থেকে রাস্তার ধারে দেওয়া পাঁচিল সবেতেই সাদার ওপরে নীলের বর্ডার দেখতেই সাধারণ মানুষ অভ্যস্থ। এবার কি নীল সাদা হবে স্কুলের পোশাক। রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলগুলিকে এই নিয়ম চালু করতে চায়।
রাজ্যে এতদিন সমস্ত সরকারি স্কুলে দেখা গেছে বিভিন্ন স্কুলে বিভিন্ন রকম ইউনিফর্ম। এবার রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত স্কুলের প্রাক-প্রাথমিক থেকে শুরু করে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের দেওয়া হবে নীল সাদা রঙের পোশাক। ছাত্রদের জন্য সাদা জামা এবং নীল প্যান্ট দেওয়া হবে এবং ছাত্রীদের জন্য নীল-সাদা শাড়ি অথবা কামিজ দেওয়া হবে। প্রত্যেক স্কুল ইউনিফর্মে পকেটের থাকবে বিশ্ব বাংলার লোগো। যা নিয়ে শিক্ষা সংগঠনের তরফে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে।
পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশনের লেটারহেডে এমনই একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যদিও এই নির্দেশিকা সম্পর্কে রাজ্য শিক্ষা দফতরের তরফে কোনও মৌখিক ঘোষণা হয়নি। এমনকি নবান্ন বা স্কুল শিক্ষা দফতর থেকে এই ধরনের কোনও বিজ্ঞপ্তির বিষয়ে কিছু জানানো হয়নি।
তবে এই প্রস্তাবের চরম বিরোধিতা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। সুকান্ত বলেন, আমরা এই সিদ্ধান্তে পুরোপুরি বিরোধিতা করছি। কারণ প্রত্যেকটি জেলায় এমন স্কুল আছে যা ১০০ বছরের বেশি সময় ধরে চলেছে। সেখানে তাদের ঐতিহ্যবাহী বিভিন্ন রঙের স্কুল ইউনিফর্ম আছে। সেই ঐতিহ্যবাহী ইউনিফর্মকে বাতিল করে দিয়ে কোনও একজনের চিন্তাভাবনায় বিশেষ রঙকে করে দেওয়া হচ্ছে। সেই স্কুলের দীর্ঘ ইতিহাসকে একপ্রকারের অবহেলা করা।সুকান্ত বলেন, ‘বেশ কয়েক বছর আগে পর্যন্ত বিশ্ববাংলা একজনের ব্যক্তিগত মালিকানার কোম্পানি ছিল। পরবর্তীতে সেই কোম্পানিকে পশ্চিমবঙ্গ সরকারের হাতে তুলে দেওয়া হয়েছিল। তার লোগো ছাত্র-ছাত্রীদের বুকে লাগানো আমরা এই সিদ্ধান্তেরও বিরোধিতা করছি।