fbpx
কলকাতাহেডলাইন

স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ রাজ্যের, ইমাম ভাতা দিতে টুইটে খোঁচা অমিত মালব্যর

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মহার্ঘভাতা নিয়ে স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে রিট পিটিশন দাখিল করেছে রাজ্য সরকার। আর এই ইস্যুতে পাল্টা খোঁচা দিলেন রাজ্যের কেন্দ্রীয় সহ পর্যবেক্ষক অমিত মালব্য। তাঁর টিপ্পনী, ইমাম ভাতা দিলেও মহার্ঘভাতা মেটানো নিয়ে অনীহা রয়েছে বাংলার সরকারের।
একুশের নির্বাচন যত এগিয়ে আসছে ততোই বাড়ছে রাজনৈতিক তরজা। একাধিক ইস্যুতে বারবার শাসকদলকে কোণঠাসা করাই লক্ষ্য বিরোধী শিবিরের। আর এই আবহে এবার মহার্ঘভাতা নিয়ে স্যাটের নির্দেশকে রাজ্যের চ্যালেঞ্জকে হাতিয়ার করেই আসরে নামল গেরুয়া শিবির। টুইটে অমিত মালব্য  লেখেন, ‘রাজ্য সরকারি কর্মীরা বাংলার সরকারের হঠকারিতার শিকার। বারবার আদালতের নির্দেশ সত্ত্বেও বকেয়া মহার্ঘভাতা ফেরত দিচ্ছে না রাজ্য সরকার। অথচ ইমামদের ভাতা দেওয়া হচ্ছে।’
প্রসঙ্গত, ২০১৯ সালের ২৭ জুলাই স্যাট নির্দেশ দিয়েছিল, ৬ মাসের মধ্যে মহার্ঘভাতা রাজ্যকে মিটিয়ে দিতে হবে। কীভাবে মহার্ঘভাতা মেটানোর কাজ শুরু হবে তা আগামী তিন মাসের মধ্যে বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকারকে জানানোর নির্দেশও দেওয়া হয়েছিল। কিন্তু রাজ্য সরকার সেই নির্দেশ পালন না করায় স্যাট-এ আদালত অবমাননার মামলা দায়ের করে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ও অন্য কয়েকটি কর্মী সংগঠন। স্যাটের সেই রায়ের প্রেক্ষিতেই রিভিউ পিটিশন জারি করে রাজ্য। কিন্তু চলতি বছরের জুলাই মাসে সেই রিভিউ পিটিশন খারিজ করে দেয় স্যাট। আর এবার রাজ্য সরকার স্যাটের নির্দেশকে চ্যালেঞ্জ জানাল। কলকাতা হাইকোর্টে দাখিল হল রিট পিটিশন।

Related Articles

Back to top button
Close