কলকাতাপশ্চিমবঙ্গহেডলাইন
এতদিন পর কেন এল কেন্দ্রীয় দল, কটাক্ষ রাজ্যের দুই মন্ত্রীর

অভিষেক গঙ্গোপাধ্যায়, কলকাতা: ‘কী কারণে এতদিন পর রাজ্যে এল কেন্দ্রীয় প্রতিনিধি দল?’ কটাক্ষ করলেন বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক সাক্ষাৎকারে তিনি কেন্দ্রীয় প্রতিনিধি দল প্রসঙ্গে সরাসরি প্রশ্ন তুলে দেন রাজীব। তিনি বলেন, ‘কেন্দ্রীয় দলের আসতে ১৫ দিন সময় লেগে গেল?’ একই সঙ্গে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে রাজনৈতিক দলের লোক বলে কটাক্ষ করেন রাজ্যের আরেক মন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন সরাসরি, ‘ওরা রাজনৈতিক দলের প্রতিনিধি।’
গত ২০ মে আমফানের ধ্বংস লীলার পর রাজ্যজুড়ে ক্ষতির পরিমাণ প্রচুর। প্রতিটি জেলা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। ভেঙে পড়েছে হাজার হাজার বাড়ি। বিঘার পর বিঘা জমির ফসল নষ্ট হয়েছে। রাজ্যের বিভিন্নপ্রান্তে উপড়ে গিয়েছিল প্রায় সাড়ে চার লক্ষ বিদ্যুতের খুঁটি। যার জেরে বেশ কয়েকদিন কার্যত অন্ধকারে ডুবে ছিল গোটা বাংলা। এরপরেই রাজ্যের পরিস্থিতি ক্ষতিয়ে দেখতে রাজ্যে আসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এরপরেই তিনি ১ হাজার কোটি টাকা দেওয়ার ঘোষণা করেন। এরপরে ফের বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী চিঠি দিয়ে কেন্দ্রীয় দলকে আসার জন্যে জানান। এরপর গতকাল রাজ্যে আসে কেন্দ্রীয় দল।
এই প্রসঙ্গে, বনমন্ত্রী রাজিব বন্দ্যোপাধ্যায় জানান, ‘এত দিন পর কি কারণে রাজ্যে এসেছে কেন্দ্রীয় দল? প্রধানমন্ত্রী সঙ্গে সঙ্গে এলেন, দেখলেন আর কেন্দ্রীয় দলের আসতে সময় লেগে গেল ১৫ দিন!’ গোটা বিষয়টির পিছনের রাজনৈতিক অভিসন্ধি লুকিয়ে রয়েছে, এমনটাই দাবি তাঁর। এদিকে ফের প্রশ্ন ছুঁড়ে তিনি বলেন, ‘ক্ষয়ক্ষতির পরিমাণ কম দেখাতেই কী এতদিন পর কেন্দ্রীয় প্রতিনিধি দলের আগমন?’