
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: স্লো–ওভার রেটের জন্য জরিমানা হল রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথের। যেহেতু রাজস্থান এবারের আইপিএলে প্রথমবার এই ভুল করেছে তাই নিয়মানুযায়ী, ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে এই অসি ক্রিকেটারকে। এর আগে আরসিবি অধিনায়ক বিরাট কোহলি এবং দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে এই একই সাজা শোনানো হয়েছিল।
আইপিএলের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ‘আবুধাবিতে গত ৬ অক্টোবর মুম্বইয়ের বিরুদ্ধে আইপিএলের ম্যাচে স্লো–ওভার রেটের জন্য রাজস্থান রয়্যালসের অধিনায়ক স্টিভ স্মিথকে ১২ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। যেহেতু রাজস্থানের এটি প্রথম ভুল, তাই আইপিএলের কোড অব কন্ডাক্ট অনুযায়ী এই সাজা দেওয়া হল।’
এদিকে, ভারতীয় দলে মহেন্দ্র সিং ধোনির যোগ্য উত্তরসূরি কে? লোকেশ রাহুল, ঋষভ পন্থ না সঞ্জু স্যামসন? কঠিন এই প্রশ্নেরই জবাব দিলেন কিংবদন্তি ক্যারিবিয়ান তারকা ব্রায়ান লারা। এক সাক্ষাৎকারে তিনজনের প্রশংসাই শোনা যায় লারার মুখে। কিন্তু ধোনির যোগ্য উত্তরসূরির প্রশ্নে তিনি বেছে নিলেন ঋষভ পন্থকেই