
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেল যাত্রীদের সব ধরনের সুরক্ষা ও নিরাপত্তা দিতে বদ্ধপরিকর পূর্ব রেল। এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রেলরক্ষী বাহিনী বা আরপিএফ। অপরাধ প্রবণতা রোখা, নাবালক ছেলেমেয়েদের উদ্ধার, হারিয়ে যাওয়া মূল্যবান জিনিসপত্র উদ্ধার করে নিজেদের দক্ষতার নজির রেখেছে আরপিএফ।
যেমন ১ সেপ্টেম্বর গোপন সূত্রে খবর পেয়ে বহরমপুর কোর্ট আউটপোস্টের আরপিএফ, শিয়ালদার অফিসার এবং স্থানীয় পুলিশ তেহট্টের এক ‘ টাউট’ লোচন বিশ্বাসকে গ্রেফতার করে। তার কাছ থেকে একটি ল্যাপটপ, সিপিইউ, মোবাইল, ২৯ টি ডেবিট ও ক্রেডিট কার্ড ও অন্যান্য দামি জিনিসপত্র উদ্ধার করা হয়।
ওইদিনই হাওড়ায় ১৪ বছরের একটি ছেলেকে আরপিএফ উদ্ধার করে। ওইদিন কাচড়াপাড়ায় রেলের জমির জবরদখল সরায় আরপিএফ। মনোজ চৌধুরী নামে এক দুষ্কৃতীদের গ্রেফতার করা হয়।