মেদিনীপুর কলেজ মাঠে মুখ্যমন্ত্রীর সমাবেশ ঘিরে কড়া নিরাপত্তা বলয়, রেকর্ড জনসমাগমের আশা তৃণমূলের

তারক হরি, পশ্চিম মেদিনীপুর: ৭ ডিসেম্বর তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক সমাবেশ ঘিরে মেদিনীপুর কলেজ মাঠ এ নিরাপত্তার কোনরকম গাফিলতি বা ফাঁকফোকরে খামতি থাকছে না স্থানীয় প্রশাসন। কলেজ মাঠের অর্ধেক অংশ জুড়ে এই সমাবেশে সর্বক্ষণের জন্য ৮০টিরও বেশি সিসিটিভির নজরদারি থাকছে সক্রিয়ভাবে। একইসঙ্গে অর্ধেক অংশে হেলিপ্যাড তৈরি করা হয়েছে। সমাবেশের প্রায় এক সপ্তাহ আগে থেকে পুরো মাঠের নিয়ন্ত্রণে রেখে পুলিশ কর্মীরা বিভিন্ন জায়গায় নজরদারি রেখেছেন। ফলে এক সপ্তাহ আগে থেকেই মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সমাবেশের জন্য তৈরি ছিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ প্রশাসন। তারপরেও থাকছে মাঠের বিভিন্ন জায়গায় সিসিটিভি ও বিভিন্ন প্রযুক্তিগত নজরদারির সুরক্ষা বলয়।

সর্বকালের রেকর্ড ভেঙে মেদিনীপুর কলেজ মাঠে জনসংখ্যার উপস্থিতির হার উপচে পড়বে বলে মনে করছেন মেদিনীপুর জেলা তৃণমূল।
আরও পড়ুন: মুম্বইয়ে সিলিন্ডার ফেটে বিস্ফোরণ, জখম ২০
পশ্চিম মেদিনীপুর জেলা সভাধিপতি অজিত মাইতি জানান, ‘এতদিন ধরে যে সমস্ত সমাবেশ হয়েছে তার সবকে ছাপিয়ে এবারে বৃহৎ আকারের সমাবেশের আয়োজন করা হয়েছে। প্রতিটি বুথ অর্থাৎ ৪ হাজারেরও বেশি জেলার বুথস্তর থেকে একটি করে গাড়ির ব্যবস্থা ছাড়াও আলাদা করে মহিলা কর্মী ও অন্যান্যদের নিয়ে গাড়ি আসবে জেলাজুড়ে। প্রায় ৯০০টির ও বেশি বাস ৭ ডিসেম্বরের এই সমাবেশে উপস্থিত হবে জেলার কর্মীদের নিয়ে। যা সর্বকালের রেকর্ড ভাঙবে বলেই মত প্রকাশ করেছেন জেলা সভাধিপতি। ইতিমধ্যেই রবিবার সকাল থেকে সশস্ত্র বাহিনী সভাস্থল ঘিরে কড়া নজরদারি চালাচ্ছেন, যাতে করে কোনও অপ্রীতিকর ঘটনা না ঘটে তার আগাম সতর্কতার জন্য বিশাল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। আগামীকালের এই জনসভা যা সর্বকালের রেকর্ডকে ছাড়িয়ে যাবে বলে মত প্রকাশ করেছেন মেদিনীপুর জেলা তৃণমূল।