fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

লকডাউন সফল করতে কড়া পদক্ষেপ পুলিশের, বসিরহাট থেকে বীজপুর জুড়ে চলছে নাকা চেকিং

শ্যাম বিশ্বাস, উওর ২৪ পরগনা: সারা রাজ্যের সঙ্গে কড়া লকডাউন চলছে বসিরহাট মহকুমা জুড়ে। বসিরহাট মহাকুমার বাসন্তী হাইওয়ে টাকি রোড ইছামতী ব্রিজ সপ্তাহের পূর্ণ লকডাউন শুরু হয়েছে সকাল থেকে। চলছে পুলিশের নাকা চেকিং। পাশাপাশি যেসব দোকান খোলা ছিল পুলিশ এসে সেইসব দোকানগুলি বন্ধ করে দেয়।

বিনা কারণে বাড়ি থেকে বেরোলে তাদেরকে বাড়ি ফিরিয়ে দেওয়া হচ্ছে, এমন কি যেসব মানুষ মাক্স না পরে রাস্তায় বেরিয়েছেন তাদেরকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাক্স পরিয়ে দেওয়া হচ্ছে। এছাড়া ইছামতী ব্রিজ ঘোজাডাঙা সীমান্তে যাওয়ার জন্য পণ্যবাহী ট্রাক যাচ্ছিল তাদের আটক করা হয়েছে। সব মিলিয়ে সেপ্টেম্বরের দ্বিতীয় লকডাউন কড়া পদক্ষেপ নিয়েছে বসিরহাট জেলা পুলিশ।

অন্যদিকে সেপ্টেম্বর মাসের লকডাউন এর দ্বিতীয় দিনে লকডাউন সফল করতে আবারো মাঠে নামল বীজপুর থানার পুলিশ।বৃষ্টির মধ্যে লকডাউন অমান্যকারীদের কঠোর পদক্ষেপ নিল বীজপুর থানা।। প্রশাসন এ বুড়ো আঙুল দেখিয়ে যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাদের উদ্দেশ্যে কঠোর ব্যবস্থা প্রশাসনের কান ধরে ওঠবোস করানো থেকে জামা খুলে মাক্সের অনুকরণ করে মুখে বেঁধে দিয়ে বাড়িমুখো করে পাঠানো হল। এইসব দেখে যে সব ব্যক্তিরা অকারণে বাড়ির বাইরে হয়েছে তারা দূর থেকে দেখে নিজেরাই বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয়।

Related Articles

Back to top button
Close