fbpx
আন্তর্জাতিকহেডলাইন

শক্তিশালী ভূকম্পন ফিলিপিন্সের মানিলায়, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭.৩

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: ভয়ঙ্কর ভূমিকম্পে কেঁপে উঠল উত্তর ফিলিপিন্সের মানিলা। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। বুধবার মানিলায় সকালে কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৭.৩৷

ফিলিপিন্সের লুজন দ্বীপে প্রথম কম্পন অনুভূত হয়৷ যার জেরে আতঙ্ক ছড়িয়ে পড়ে মানিলায়। প্রায় ১০ কিলোমিটার ধরে কম্পনের প্রভাব পড়েছে৷ এখনও ক্ষয়-ক্ষতি ও প্রাণহানির খবর সামনে আসেনি।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে ভূমিকম্পের এপিসেন্টার বা উৎসস্থল ১১ কিমি দূরে পূর্ব-দক্ষিণপূর্ব আবরা প্রদেশের ডোলোরস শহর৷ কম্পন প্রায় ৩০ সেকেন্ড বা তার থেকে বেশি সময় ধরে চলে৷

মানিলা শহরেও তীব্র ভাবে অনুভূত হয় কম্পন৷ ভীড় এবং ব্যস্ত সময় আটকে যায় মেট্রো পরিষেবা৷ মানিলার সেনেট বিল্ডিংটিও খালি করে দেওয়া হয়৷

Related Articles

Back to top button
Close