fbpx
আন্তর্জাতিকহেডলাইন

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান, জারি সুনামির সতর্কতা

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তাইওয়ান। জারি হয়েছে সুনামির সতর্কতা। রবিবার তাইওয়ানের দক্ষিণ-পূর্বাঞ্চলে এই কম্পন হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৮। ট্রেনের বগি লানচ্যুত, ভবন ধসসহ পাহাড়ের রাস্তায় ছয় শতাধিক মানুষ আটকা পড়ার খবর মিলেছে।

তাইওয়ানের ফায়ার সার্ভিস জানিয়েছে, ধসে পড়া একটি ভবন থেকে চারজনকে উদ্ধার করা হয়েছে। এছাড়া একটি ক্ষতিগ্রস্ত সেতু থেকে তিনজন গাড়ি নিয়ে পড়ে গেলে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।

তাইওয়ানের রেল কর্তৃপক্ষ জানিয়েছে, স্টেশনের প্ল্যাটফর্মের ছাউনির কিছু অংশ ধসে পড়েছে এবং ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এখনও হতা-হতের কোনও খবর পাওয়া যায়নি।

এছাড়া প্রায় ছয় শতাধিক মানুষ চিক এবং লিউশিশি পাহাড়ী এলাকার রাস্তায় আটকা পড়ে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, রাস্তাগুলো পুনরায় চালু করার জন্য কাজ চলছে।

এদিকে মার্কিন ভূতাত্ত্বিক সমীক্ষা জানিয়েছে, রবিবারের ভূমিকম্পটি ছিল ৭.২। গভীরতা ছিল ১০ কিলোমিটার। অন্য দিকে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র ভূমিকম্পের পর তাইওয়ানের জন্য সতর্কতা জারি করলেও পরে তা তুলে নেয়। এবং জাপানের আবহাওয়া সংস্থাও ওকিনাওয়া অংশে সুনামির সতর্কতা তুলে নিয়েছে।

 

 

Related Articles

Back to top button
Close