fbpx
আন্তর্জাতিকগুরুত্বপূর্ণবিজ্ঞান-প্রযুক্তিহেডলাইন

শীঘ্রই শুরু হতে পারে শক্তিশালী সৌরঝড়: নাসা

ওয়াশিংটন, (সংবাদ সংস্থা): সূর্যের ২৫তম সোলার সাইকেল শুরু হয়ে গেছে। ফলে কিছুদিনের মধ্যেই শক্তিশালী সৌরঝড় হতে পারে। এমনকী সূর্যের গতিবিধিও বেড়ে যেতে পারে। বুধবার এমনটাই জানিয়েছেন মার্কিন মহাকাশ সংস্থা নাসার বিজ্ঞানীরা।
তবে, নাসার বিজ্ঞানী লিকা গুহঠাকুরতা জানিয়েছেন, ‘সম্প্রতি একটি শক্তিশালী করোনিয়াল তরঙ্গ বা সৌর শিখা দেখা গেছে। একই সঙ্গে দেখা গেছে, একটি বড় কালো দাগ। যা জানান দিচ্ছে, সূর্য তার নতুন সোলার সাইকেলের কাজ শুরু করেছে। তবে, এটি একটি স্বাভাবিক প্রক্রিয়া, যখনই সূর্য ম্লান হয় তখন কয়েক মাস বা বছর পরে এটি হয়ে থাকে।’

এদিকে, জার্মানির ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউট দাবি করেছে, ‘পৃথিবীতে সূর্যই একমাত্র শক্তির উৎস। যেটি গত ৯০০০ বছর ধরে ধারাবাহিকভাবে দুর্বল হচ্ছে। এর উজ্জ্বলতা হ্রাস পাচ্ছে।’

আরও পড়ুন:বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ছাড়াল ৩ কোটি

এপ্রসঙ্গে ম্যাক্স প্ল্যাঙ্ক ইনস্টিটিউটের বিজ্ঞানী ডা. আলেকজান্ডার শাপিরো জানিয়েছেন, ‘আকাশগঙ্গায় সূর্যের থেকেও বেশি সক্রিয় তারা বা নক্ষত্র রয়েছে। সূর্যের সঙ্গে সূর্যের মতো আরও ২৫০০ তারার তুলনা করেই এই সিদ্ধান্তে পৌঁছেছেন বিজ্ঞানীরা।’ এরপরেই নাসার বিজ্ঞানীরা জানিয়েছেন, ‘গত বেশ কয়েক মাস ধরে সূর্য নিস্তেজ ছিল। আলোও ছিল ম্লান। কোনও রকম সৌরঝড় বা কোনও কিছু লক্ষ্যও করা যায়নি। তবে মনে করা হচ্ছে, নিকট ভবিষ্যতে সূর্যে উথালপাথাল হতে পারে।

Related Articles

Back to top button
Close