fbpx
আন্তর্জাতিকহেডলাইন

শক্তিশালী কম্পনে কেঁপে উঠল দক্ষিণ ইরান, মৃত কমপক্ষে ৫ , আহত প্রায় শতাধিক

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: আফগানিস্তানের পর এবার দক্ষিণ ইরানে ভূমিকম্প। শনিবার রাতে শক্তিশালী কম্পনে কেঁপে উঠল ইরান। ভয়াবহ কম্পনে এখনও পর্যন্ত ৫ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। আহত ৯০ জনের বেশি। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.০।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, হরমোজগান প্রদেশের প্রধান বন্দর শহর বন্দর আব্বাসের পশ্চিমে  দু’টি সহ মোট ৩ টি ভূমিকম্প ঘটে। প্রথম কম্পটি অনুভূত হয় রাত ২ টো নাগাদ দেজগান শহরের উত্তরে।ঠিক তার দুঘন্টা পরে আরও একটি কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৫.৭। তার পর ৬.০। হরমোজগানের রাজ্যপাল মেহেদি দৌস্তি, সরকারি সংবাদ সংস্থা আইআরএনএকে জানিয়েছেন, ভূমিকম্পে পাঁচজন নিহত হয়েছেন। ভূমিকম্পের কেন্দ্রের কাছাকাছি থাকা সায়েহ খোশ গ্রামটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গিয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, সায়াহ খোশ নামে একটি গ্রাম মাটির সঙ্গে মিশে গেছে।  সংযুক্ত আরব আমিরাত এবং অন্যান্য প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতেও কম্পন অনুভূত হয়েছে।

গত মাসেই ইরানের প্রতিবেশী আফগানিস্তানের পার্বত্য অঞ্চল পাকতিকায় ভূমিকম্পে অন্তত এক হাজার মানুষ মারা যায়।

ইরান সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বিধ্বংসী ভূমিকম্পের শিকার হয়েছে। দেশটি একটি প্রধান ভূতাত্ত্বিক চ্যুতির ওপর অবস্থিত, যে কারণে সেখানে ভূমিকম্প বেশি হয়। ২০০৩ সালে একটি ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পে ৩০ হাজারের বেশি লোক প্রাণ হারিয়েছিল। এতে প্রাচীন শহর বাম ধ্বংস হয়ে যায়।

 

Related Articles

Back to top button
Close