fbpx
আন্তর্জাতিকহেডলাইন

জাপানে আছড়ে পড়ল শক্তিশালী টাইফুন নানমাদল, নিরাপদে আশ্রয়ে সরানো হল ৪০ লক্ষ মানুষকে

যুগশঙ্খ, ওয়েবডেস্ক: জাপানে আছড়ে পড়ল শক্তিশালী টাইফুন নানমাদল। রবিবার বিকেলে আঘাত এই শক্তিশালী ঘূর্ণিঝড়। বিপর্যস্ত যোগাযোগ ব্যবস্থা। ঝড়ের কারণে বুলেট ট্রেন, ফেরি এবং বিমানের শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। কিউশু দ্বীপের বাসিন্দাদের জন্য ‘বিশেষ সতর্কতা’ জারি করে সরকারি কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, প্রশান্ত মহাসাগরের কিছু এলাকার ঘূর্ণিঝড়কে টাইফুন বলা হয়। এই বছরে  জাপানে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুনগুলোর অন্যতম নানমাদল। এর প্রভাবে কমপক্ষে ১৮০ কিলোমিটার বেগে বাতাস বইছে। কোথাও কোথাও রবিবার ৫০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছিল। কমপক্ষে ৪০ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। এ ছাড়া ব্যাপক প্লাবন ও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

জাপানের আবহাওয়া সংস্থা বলছে, নানমাদল প্রবল বৃষ্টিপাত এবং উপকূলে উত্তাল ঝড় বয়ে আনবে। এর প্রবল বাতাসের কারণে ঘরবাড়ি ভেঙে পড়ার ঝুঁকিও রয়েছে। টাইফুনটি ক্রমশ উত্তর দিকে সরে যাচ্ছে এবং তা মধ্য জাপান হয়ে টোকিওর দিকে অগ্রসর হবে বলে মনে করা হচ্ছে।

ঝড়ের কারণে সৃষ্ট প্রবল বৃষ্টিই জনজীবন ও সম্পদের জন্য সবচেয়ে বড় হুমকি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইতিমধ্যে বিভিন্ন নদীর জল বাড়তে শুরু করেছে এবং এর ফলে ভূমিধসের শঙ্কা দেখা দিয়েছে।

 

 

 

Related Articles

Back to top button
Close