বালুরঘাটে সংঘর্ষের সময় মা কে বাঁচাতে গিয়ে প্রতিবেশীদের মারে মৃত স্কুল ছাত্র, আটক ৩

নিজস্ব প্রতিবেদক, বালুরঘাট: প্রতিবেশীদের মধ্যে সংঘর্ষের সময় মা কে বাঁচাতে গিয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের আখিরা পাড়া এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ছাত্রের নাম রতন বর্মন (১৭)। স্থানীয় নদীপার এনসি হাইস্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল সে। বালুরঘাট থানা থেকে সামান্য দূরে এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। ঘটনার খবর পেয়ে তিনজনকে আটক করে তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। পলাতক অন্যান্যদের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে আখিরা পাড়ায় দুই পরিবারের মহিলাদের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। এর আগেও বিভিন্ন বিষয় নিয়ে দুই প্রতিবেশী মহিলার মধ্যে ঝামেলা হয়। স্থানীয়দের হস্তক্ষেপে তা মিটেও যায়। এদিন সন্ধ্যায় রতনের মা রুমাদেবী পাড়ার দোকানে জিনিসপত্র কিনতে গেলে দুই পরিবারের মধ্যে ফের সংঘর্ষ বেধে যায়। ঝামেলার খবর পেয়ে রতন ছুটে গিয়ে মাকে বাচাতে যায়। সে সময় সংঘর্ষ চলাকালীন রতনের মাথায় কাঠ দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে লুটিয়ে পড়ে রতন। ঘটনার পর ওইদিন রাত্রে প্রথমে তাকে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে পরে তাকে কলকাতায় রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। পথেই শুক্রবার ভোর রাত্রে রতনের মৃত্যু হয় বলে পরিবার সূত্রে জানা গিয়েছে।
বালুরঘাট থানার পুলিশ জানিয়েছে, তিনজনকে আটক করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।