পশ্চিমবঙ্গহেডলাইন
কৃতী ছাত্রী পারশাকে ছাত্র মুক্তির সংবর্ধনা

যুগশঙ্খ প্রতিবেদন, কাটলিছড়া: মাধ্যমিকে মেধা তালিকায় দশম স্থান পাওয়া বরাক উপত্যকার কৃতী ছাত্রী পারসা তাসমিন বড়ভূইয়াকে সংবর্ধনা জানাল ছাত্র মুক্তি সংগ্রাম সমিতি। মঙ্গলবার কৃষক মুক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জহির উদ্দিন লস্কর, ছাত্র মুক্তির কেন্দ্রীয় সহকারী সম্পাদক ফরিদ উদ্দিন লস্কর, কাটলিছড়া ব্লক সভাপতি খাইরুল ইসলাম বড়ভূইয়া, আইনজীবী নিজাম উদ্দিন লস্কর সহ ছাত্র মুক্তির এক প্রতিনিধিদল পারসা তাসমিনদের শিলচরস্থিত বাসভবনে গিয়ে মানপত্র, গামছা দিয়ে তাঁকে সংবর্ধনা জানান।এবং তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।।