রক্তের সংকট মোকাবিলায় এগিয়ে এলো ছাত্র-যুবরা
নিজস্ব সংবাদদাতা দিনহাটা: বেশ কিছুদিন ধরেই রক্তের সংকট দেখা দিয়েছে দিনহাটা মহকুমা হাসপাতালে। আর এই রক্তের সংকট মোকাবিলায় এগিয়ে এলো ছাত্র-যুবরা। দিনহাটা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে দিনহাটা পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ঘোষ থেকে শুরু করে ছাত্র-যুব দের প্রায় ৫০ জন স্বেচ্ছায় রক্তদান করলেন।
তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শুক্রবার দিনহাটা মহকুমা হাসপাতালে ব্লাড ব্যাংকে ৫০ জন ছাত্র যুবরা রক্তদানকে ঘিরে ব্যাপক উৎসাহ লক্ষ করা যায়। এদিন সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা বিশু ধর, দিনহাটা পুরসভার প্রাক্তন কাউন্সিলার জয়দীপ ঘোষ, তৃণমূলের মহিলা নেত্রী মৌমিতা ভট্টাচার্য সহ অনেকেই। উল্লেখ্য জয়দীপ ঘোষের নেতৃত্বে ইতিপূর্বে একাধিকবার ছাত্র-যুব রা রক্তের সংকট মোচনে স্বেচ্ছায় রক্ত দান করেন হাসপাতালে ব্লাড ব্যাংকে।
পৌরসভার প্রাক্তন কাউন্সিলর জয়দীপ ঘোষ বলেন, তৃণমূল ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে এদিন ছাত্র-যুবরা হাসপাতালে ব্লাড ব্যাংকে রক্তদান করেন। আগামীতে হাসপাতালে ব্লাড ব্যাংকে যাতে রক্তের সংকট না হয় তার জন্য তারা সর্বদাই রক্তদান করতে প্রস্তুত বলেও জানান। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, গত বেশ কিছুদিন ধরেই বিভিন্ন গ্রুপের রক্তের সংকট দেখা দিয়েছে। এর ফলে রোগীর আত্মীয় পরিজনদেরকে রক্ত জোগাড় করতে গিয়ে সমস্যায় পড়তে হচ্ছে। এদিন ছাত্র-যুবরা স্বেচ্ছায় রক্তদান করায় অনেকটাই সুবিধা হল।