fbpx
খেলাফুটবলহেডলাইন

বার্সা ছেড়ে অ্যাটলেটিকোতে সুয়ারেজ, প্রিয় বন্ধুর প্রস্থানে মর্মাহত লিও

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি দীর্ঘদিনের ক্লাব বার্সেলোনা ছেড়ে আতলেতিকো মাদ্রিদ নাম লিখিয়েছেন উরুগুয়ান স্ট্রাইকার সুয়ারেজ।‌ আর তাতেই মর্মাহত তার দীর্ঘদিনের সতীর্থ তথা প্রিয় বন্ধু লিওনেল মেসি। ‌

দীর্ঘদিন বার্সাতে মেসির সতীর্থ ছিলেন তিনি। একাধিক ট্রফিতে মেসির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ক্লাবকে সাফল্য এনে দিয়েছেন তিনি। রোনাল্ড কোম্যান বার্সার দায়িত্ব নেওয়ার পরেই স্পষ্ট করে দিয়েছিলেন তাঁর পরিকল্পনায় কোনও জায়গা নেই সুয়ারেজের। ফলে তার বিদায় ঘন্টা বেজে গিয়েছিল আগেই।

তবে দীর্ঘদিন বার্সাতে সার্ভিস দেওয়ার পরে তার বিদায় ছিল একেবারে জৌলুসহীন। স্বয়ং সুয়ারেজ শেষ দিনের ট্রেনিংয়ের পরে চোখের জলে ক্লাব ছেড়েছিলেন। সুয়ারেজের এমন বিদায় মেনে নিতে পারেননি তাঁর প্রাক্তন সতীর্থ মেসি। সুয়ারেজের বিদায়ের পর বার্সেলোনা কর্তৃপক্ষের উপর নিজের ক্ষোভ উগড়ে দিলেন লিওনেল মেসি। তাঁর বক্তব্য, ক্লাবের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলারকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে বার্সা থেকে।

Related Articles

Back to top button
Close