fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

শুরুর দিনেই সাফল্য, প্রথম দিনেই দেশজুড়ে ১২-১৪ বছর বয়সীদের ২.৬০ লক্ষ ভ্যাকসিনের প্রথম ডোজ সম্পূর্ণ

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ শুরুর দিনে সাফল্য। টিকাকরণের পথে আরও একধাপ এগোল ভারত। গতকাল থেকেই শুরু হয়েছে ১২-১৪ বছরের টিকাকরণ। ট্যুইট করে সকল অভিভাবকদেরই শিশুদের টিকাকরণের আহ্বান জানিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য।

সরকারের নির্দেশিকা অনুসারে, ২০১০ বা তার আগে জন্মগ্রহণকারী সমস্ত শিশু যাদের ১২ বছর বয়স হয়ে গিয়েছে তারা CoWIN-এ রেজিস্ট্রেশন করতে পারবেন৷ ১২-১৪ বছর বয়সীরা।

শুরুর দিনেই ১২ থেকে ১৪ বছর বয়সীদের নজির গড়ল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক। বুধবার রাতে একটি ট্যুইটে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, প্রথম দিনেই দেশজুড়ে ১২-১৪ বছর বয়সী ২.৬০ লক্ষ জনকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।

বায়োলজিক্যাল ই-এর ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন কর্বেভ্যাক্সের দু’টি ডোজ ২৮ দিনের ব্যবধানে ১২-১৪ বছর বয়সীদের দেওয়া হবে, জানানো হয় ওই সরকারি নির্দেশিকায়। মন্ত্রক ওই ট্য্যুইটে আরও জানিয়েছে জাতীয় টিকাকরণ দিবসে ১২-১৪ বছর বয়সীদের করোনা ভ্যাকসিন দেওয়ার কাজটি শুরু হয়েছে।

১৫ বছর বয়সীদের ইতিমধ্যেই ১৫-১৮ বছর বয়সী গ্রুপের টিকা দেওয়ার সময়ই টিকা দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী, ১ মার্চ, ২০২১ পর্যন্ত দেশে ১২ এবং ১৩ বছর বয়সী ৪.৭ কোটি শিশু রয়েছে। ভারতে গত বছরের জানুয়ারিতে স্বাস্থ্য পরিষেবা কর্মী, ফ্রন্টলাইন কর্মী এবং ৬০ বছর বা তার বেশি বয়সের কোমর্বিডিটি রয়েছে এমন ব্যক্তিদের টিকাদান করে টিকাকরণ অভিযান শুরু হয়েছিল। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, এখনও পর্যন্ত দেশে ১.৮০ কোটি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে।

 

 

 

Related Articles

Back to top button
Close