fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সংক্রমণ রোধ ও স্বাস্থ্য পরিষেবা নিয়ে প্রতিবাদে এসইউসিআই

ভাস্করব্রত পতি, তমলুক :  এখনও পূর্ব মেদিনীপুর জেলা রেড জোনের আওতাধীন। কবে নিষ্কৃতি মিলবে কেউ জানে না। এমতবস্থায় করোনা ভাইরাস সংক্রমণরোধে জেলাজুড়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও লকডাউনে বিপর্যস্ত মানুষদের যথোপযুক্ত সাহায্য প্রদানের দাবীতে সারা বাংলা দাবি দিবসে বৃহস্পতিবার এস ইউ সি আই (কমিউনিস্ট) দলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হল জেলা জুড়ে।

সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটি জেলার পাঁশকুড়া, নন্দকুমার, কোলাঘাট, শহীদ মাতঙ্গিনী, ময়না সহ ১৮টি ব্লকের বি ডি ও, কাঁথি, হলদিয়া, তমলুক, এগরা মহকুমার এস ডি ও এবং জেলাশাসকের কাছে বিক্ষোভ, ডেপুটেশন ও স্মারকলিপি জমা দেয় এদিন। ডেপুটেশনে দাবি জানানো হয় চিকিৎসকদের পর্যাপ্ত পরিমাণে মাস্ক, গ্লাভস, পিপিই দিতে হবে। জেলার কনটেনমেন্ট জোনগুলিতে ব্যাপকভাবে কোভিড -১৯ টেস্ট করার দাবিও জানানো হয়। সংগঠনের জেলা সম্পাদিকা অনুরূপা দাস বলেন, উপরোক্ত দাবি সহ বোরো মরশুমে ক্ষতিগ্রস্ত সমস্ত কৃষকদের উপযুক্ত সাহায্য প্রদান সহ ১২ দফা দাবি পূরণ করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রেখেই ওই কর্মসূচি হয়েছে। কোলাঘাট ব্লকের ডেপুটেশনের প্রতিনিধিদলে ছিলেন নারায়ণচন্দ্র নায়ক, মধুসূদন বেরা, শঙ্কর মালাকার প্রমূখ। পাঁশকুড়া ব্লকের ডেপুটেশনের প্রতিনিধি দলে ছিলেন সুনীল জানা, স্বপন বেরা, সমরেশ মাইতি প্রমুখ।

Related Articles

Back to top button
Close