কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে কোলাঘাটে বিক্ষোভ এসইউসিআইর

বাবলু ব্যানার্জি, কোলাঘাট: কেন্দ্রের কৃষি বিলের বিরোধিতায় শাসক দল ছাড়া মাঠে নেমেছে বিরোধীরা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের এসইউসিআইর পক্ষ থেকে কেন্দ্রের কৃষি বিল প্রত্যাহারের দাবি এবং সেই সঙ্গে কালোবাজারি সহ ১১ দফা দাবি নিয়ে প্রশাসনের কাছে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভে এসইউসিআই দলের পক্ষ থেকে বেশ কয়েকটি দাবি ব্লক প্রশাসনের কাছে রাখা হয়। তারমধ্যে উল্লেখযোগ্য ছিল রেল, ব্যাংক-বীমা প্রতিরক্ষা সরকারি সংস্থাগুলিকে বেসরকারিকরণ রোধ, জাতীয় শিক্ষানীতি বাতিল, শ্রমিকদের কাজ দেওয়া সহ করোনা ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের আরও ভালো করে নজর দেওয়া।
এই বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কৃষক নেতা নারায়ণ চন্দ্র নায়ক, বিশ্বরূপ অধিকারী, শংকর মালাকার ও মধুসূদন বেরা প্রমূখ নেতৃত্ব। এই বিক্ষোভ কর্মসূচি কোলাঘাট ছাড়া পূর্ব মেদিনীপুর জেলার আরও বেশ কয়েকটি ব্লকে সংগঠিত হয় বলে জানান জেলা কমিটির সম্পাদিকা অনুরুপা দাস। প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছেও স্মারকলিপি দেওয়া হয় বলে অনুরুপা দাস এক সাক্ষাৎকারে জানান।