‘করোনা ভ্যাকসিন ইসলামে হারাম’, বিতর্কিত মন্তব্য এক মৌলানার

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: এবার করোনা ভ্যাকসিন নিয়ে বিতর্কিত মন্তব্য করলেন এক মৌলানা। সুফয়ান খালিফা নামের এই বিতর্কিত মৌলানা মুসলিমদের আবেদন করে করোনার ভ্যাকসিন না নিতে বলেছেন। তিনি বলেছেন যে, করোনা ভ্যাকসিন ইসলামে হারাম। এই বিতর্কিত মৌলানা একটি ভিডিও পোস্ট করে নিজের ভক্তদের এই পরামর্শ দিয়েছে। কিন্তু মুসলিম অনেক নেতা এই এই ভ্যাকসিনকে সমর্থন করেছে। এমনকি তিনি যেসব মুসলিম সংগঠনগুলি এই ভ্যাকসিনের সমর্থনে কথা বলেছেন, তাঁদের বিরোধিতা করেছেন সুফয়ান খালিফা নামের এই বিতর্কিত মৌলানা।
অস্ট্রেলিয়ার পারথের বাসিন্দা এই মৌলানা জানিয়েছেন যে, তাঁরা যেন ফ্যাসিস্টদের বিরোধী করে আর এই ভ্যাকসিন যেন নিজের শরীরে না নেয়। জানা গিয়েছে যে, আরও কয়েকজন ধার্মিক নেতা অক্সফোর্ডের এই ভ্যাকসিনের বিরোধিতা করেছে। কারণ তাঁদের ধারণা এই ভ্যাকসিন গর্ভপাত করা শিশুর সেল দিয়ে তৈরি হচ্ছে। উল্লেখ্য, এর আগে অস্ট্রেলিয়ার এক ইসাই ধর্মগুরুও অক্সফোর্ডের এই করোনা ভ্যাকসিনের বিরোধিতা করেছিল।