fbpx
আন্তর্জাতিকহেডলাইন

পেশোয়ারে মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ, হত ৫৬, আহত ১৯৪

যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ জুম্মার নমাজের সময় পাকিস্তানের পেশোয়ারে আত্মঘাতী বিস্ফোরণ। ঘটনায় হত ৫৬ জন। আহত প্রায় ১৯৪। শুক্রবার সকালে পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে শিয়া মসজিদের ভেতরে শক্তিশালী বোমা বিস্ফোরণ ঘটেছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। পেশোয়ারের পুরনো শহর কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিরা জমায়েত হওয়ার সময় বিস্ফোরণটি ঘটেছে।

পেশোয়ারের পুলিশ প্রধান মুহাম্মদ এজাজ খান বলেছেন, দু’জন সশস্ত্র হামলাকারী মসজিদের বাইরে পুলিশের ওপর গুলি চালায়। তার পর মসজিদের ভিতরে বিস্ফোরণ হয়।

একজন আততায়ী এবং পুলিশের একজন সদস্য গোলাগুলির সময় নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশের আরেক সদস্য আহত হয়েছেন। গোলাগুলির সময় মসজিদের ভেতর ঢুকে হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটিয়েছে।

আহতদের অ্যাম্বুলেন্সে করে লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বোমা বিস্ফোরণের ঘটনায় এখনও কেউ দায় স্বীকার করেনি।

 

Related Articles

Back to top button
Close