
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ করোনা আবহে টানা কয়েকমাস বন্ধ ছিল মেট্রো চলাচল। এর পর একাধিক নির্দেশিকার পর মেটোর চাকা গড়াতে শুরু করে। আগে প্রায়শই মেট্রোয় দুর্ঘটনার খবর পাওয়া যেত। ফের ঘটল সেই ঘটনা। শুক্রবার সাত সকালেই ফের মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন এক মধ্যবয়স্ক ব্যক্তি। সকাল ৭.৪৫ নাগাদ এই দুর্ঘটনা ঘটে। তখনই চালক সিগন্যাল অফ করে দেন। কিন্তু বাঁচানো যায়নি ওই ব্যক্তিকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। ওই ব্যক্তির পকেট থেকে কিছু কাগজ-পত্র উদ্ধার হয়েছে। তবে নাম ঠিকানা বা পরিচয় জানা যায়নি। এর জেরে কিছুক্ষণ থমকে যায় পরিষেবা। পরে ৮.৪৫ নাগাদ ফের সচল হয়। ঘটনাটি ঘটে এসপ্ল্যানেড স্টেশনে।
এদিন প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ৭.৪৫ নাগাদ এসপ্ল্যানেড মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিলেন এক ব্যক্তি। ডাউন লাইনে মেট্রো ঢুকছিল– সেই সময় হঠাৎই চলন্ত মেট্রোর সামনে ঝাঁপ দেন তিনি। লাইনের উপরেই কিছুটা দূরে ছিটকে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে খবর যায় মেট্রো কর্তৃপক্ষের কাছে। ঘটনাস্থলে আসে উদ্ধারকারী দল। আহত ব্যক্তিকে উদ্ধার করা হয়। ততক্ষণে অবশ্য মারা যান ওই ব্যক্তি।