পশ্চিমবঙ্গহেডলাইন
মোবাইল ফোন না পেয়ে আত্মঘাতী মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র
কৌশিক অধিকারী, বহরমপুর: মোবাইল ফোন না পেয়ে অভিমানে আত্মঘাতী মাধ্যমিক উত্তীর্ণ এক ছাত্র।সাগরদিঘিতে থানার পোপাড়া গ্রামের ঘটনা।মৃত ওই ছাত্রের নাম সারিফুল সেখ (১৭)।
মৃতের পরিবারের দাবি সারিফুল সেখ মাধ্যমিক পরীক্ষা দেওয়ার পর থেকেই মোবাইল ফোনের বায়না করে পরিবারের কাছে নিজে রাজমিস্ত্রির কাজ করে কিছু টাকাও জোগাড় করে৷ আর্থিক অবস্থা স্বচ্ছলতা না থাকায় কিনে দিতে পারেনি৷
আরও পড়ুন:বিক্ষোভের আগুনে জ্বলছে বেইরুট, বিক্ষোভকারী ও পুলিশের মধ্যে দফায় দফায় সংঘর্ষ
বাবা মোমিন সেখ বলেন, উচ্চমাধ্যমিক দেওয়ার পরে মোবাইল কিনে দেব তাই অভিমানে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয় সারিফুল সেখ।সাগরদিঘি থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে যায়।