উখড়ায় একসঙ্গে দু-বোনের আত্মহত্যার চেষ্টা, মৃত বোন, চাঞ্চল্য
জয়দেব লাহা, দুর্গাপুর: নিজেদের বাড়ীতে অস্বাভাবিক মৃত্যু হল বোনের গুরুতর জখম দিদি। বৃহস্পতিবার চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর থানার নবগ্রামের তিলাবনী এলাকায়। পুলিশ সুত্রে জানা গেছে, মৃতার নাম খাসমুন খাতুন (১৪)। জখম দিদি নাজমুন খাতুন হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাসমুন খাতুন ও তার দিদি নাজমুন খাতুন। তারা উখড়া এলাকার অষ্টম ও নবম শ্রেণির ছাত্রী। তার বাবা মকবুল মিঞা পেশায় রিকসা চালক। এদিন সকালে তাদের বাড়িতে কেউ ছিল না। দুপুর নাগাদ প্রতিবেশিরা নাজমুন খাতুনের চিৎকার শুনে ছুটে তাদের বাড়িতে আসে। প্রতিবেশীরা দেখেন দুই বোন ঘরের চালের বাঁশে দড়ির ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে। তড়িঘড়ি এলাকাবাসী দুজনকে নামায়। কিন্তু শেষরক্ষা হয়নি। পুলিশ জানিয়েছে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। অপরজনকে হাসপাতালে পাঠানো হয়। মৃতের বাবা মকবুল মিঞা বলেন, এলাকাবাসী’র কাছে ঘটনা জানতে পারি। কি কারণে তারা এই সিদ্ধান্ত নিয়েছিলো বুঝতে পারছি না। পরিবারের কোনও অশান্তি বা ঝগড়াঝাটি হয়নি। পুলিশ জানিয়েছে,” প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদে আত্মহত্যা করেছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।