fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

মানসিক অবসাদ আত্মঘাতী এক বৃদ্ধ সহ দুই

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: দুটি পৃথক ঘটনায় আসানসোলের বারাবনিতে এক বৃদ্ধ সহ দুজন আত্মঘাতী হল। বারাবনি থানার চিনচুঁড়িয়ার বাসিন্দা ৭৫ বছরের বৃদ্ধ লক্ষীকান্ত আচার্য্য শুক্রবার রাতে বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হন। অন্যদিকে, বারাবনি থানার কাপিষ্টার মদনপুরের শাহানাজ বিবি (২২) শ্বশুরবাড়িতে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়। শনিবার দুপুরে আসানসোল জেলা হাসপাতালে দুজনের মৃতদেহের ময়নাতদন্ত হয়।

এই নিয়ে আসানসোলের বিভিন্ন থানা এলাকায় গত ৪৮ ঘন্টায় মোট ৬ জন আত্মহত্যা করল। তারমধ্যে ৫ জনই গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, শাহানাজ বিবির সঙ্গে ৪ বছর আগে দূরসম্পর্কের আত্মীয় শেখ আরমানের বিয়ে হয়েছিল। গত ১৩ জুন শাহানাজের সঙ্গে শ্বশুরবাড়িতে একজনের ঝগড়া হয়েছিল। তারপর সে নিজের ঘরে ঢুকে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। বাড়ির লোকেরা তা জানতে পেরে, আগুন নিভিয়ে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করেন। শনিবার সকালে সেখানে তার মৃত্যু হয়। মৃতার বাপের বাড়ির তরফে এই ঘটনা নিয়ে পুলিশের কাছে কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, ঝগড়ার কারণে মানসিক অবসাদগ্রস্থ হয়েই ওই গৃহবধূ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।

অন্যদিকে, লক্ষীকান্ত আচার্য্য বার্ধক্যজনিত রোগের কারণে বেশকিছুদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। শনিবার সকালে বাড়ির লোকেরা তাকে ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিক তদন্তের পরে পুলিশ জানায়, বার্ধক্যজনিত কারণেই মানসিক অবসাদে ওই বৃদ্ধ গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন।

Related Articles

Back to top button
Close