পশ্চিমবঙ্গ
আসানসোলে বিএসএনএলের টাওয়ার থেকে ঝাঁপিয়ে আত্মঘাতি আরএসএস কর্মী

শুভেন্দু বন্দোপাধ্যায়, আসানসোল: বিএসএনএলের টাওয়ার থেকে ঝাঁপিয়ে আত্মঘাতি হল আরএসএসের এক কর্মী। শনিবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে আসানসোল জিটি রোডের বাজার এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আসানসোল দক্ষিণ থানার মুন্সি বাজার এলাকার বাসিন্দা মৃত আরএসএস কর্মীর নাম চন্দ্র প্রকাশ সাউ ওরফে ডিবলু (৩৯)। আসানসোল দক্ষিণ থানায় পুলিশ জিটি রোডের ডিআরএম অফিস লাগোয়া বিএসএনএলের টাওয়ারের নিচ থেকে মৃতদেহ উদ্ধার করে তা ময়নাতদন্তের জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যায়।
প্রাথমিক তদন্তের পরে পুলিশের অনুমান, পেশায় ব্যবসায়ী আরএসএস কর্মী চন্দ্র প্রকাশ সাউ এদিন সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে যান। তারপর সে ডিআরএম অফিস লাগোয়া বিএসএনএলের টাওয়ার থেকে ঝাঁপিয়ে আত্মহত্যা করেন। আশপাশের লোকেরা তা দেখতে পেয়ে থানায় খবর দেন।