fbpx
হেডলাইন

সুজনবন্ধুর নতুন উপস্থাপনা “অনুভবে স্বাধীনতা”

ভাস্করব্রত পতি, তমলুক: এবার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হল লোকগানের দল ‘সুজনবন্ধু’র নতুন উপস্থাপনা “অনুভবে স্বাধীনতা”। মেদিনীপুর জেলায় যতগুলো বাংলা ব্যান্ড রয়েছে তার মধ্যে অন্যতম হল এই ‘সুজনবন্ধু’। এরা মূলত লোকগান পরিবেশন করে থাকেন। সুজনবন্ধুর শিল্পীরা সবসময় একটি ভিন্ন মাত্রা ও ভাবনার মাধ্যমে লোকগানকে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার চেষ্টা করেন। বর্তমান সময়ে যখন বিভিন্ন ইলেকট্রিক যন্ত্রের রমরমা, তখন ‘সুজনবন্ধু’ চিরাচরিত বাদ্য যন্ত্রের মাধ্যমেই লোকগানকে মনোগ্রাহীভাবে শ্রোতাদের সামনে হাজির করার চেষ্টা করেন। ‘সুজনবন্ধু’র পক্ষে দীপঙ্কর শীট জানান, পরবর্তীকালে তাঁরা তাঁদের প্রতিটি কাজে নতুন ভাবনা গানে গানে প্রকাশ করবেন। গ্রামবাংলার লোকগানকেই তুলে ধরতে বদ্ধপরিকর তাঁরা।

[আরও পড়ুন- বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচিতে ব্যাপক সাড়া নদিয়া জুড়ে]

‘সুজনবন্ধু’র প্রচেষ্টায় এইরকমই একটি নতুন ভাবনায় ‘অনুভবে স্বাধীনতা’ শিরোনামে প্রকাশ পেয়েছে আরশি ইউটিউব চ্যানেলে। ‘সুজনবন্ধু’র দলে  সদস্য সংখ্যা ৮জন। দলে রয়েছেন বুলন দে, তপেন্দু দাস, অরুনাংশু রায়, দীপঙ্কর শীট, সোমেশ হোড়, ফোটন অধিকারী, দিব্যেন্দু বেরা, প্রসেনজিৎ সাহু প্রমুখ। অন্যান্যবারের মতো এবারেও শ্রোতাদের মনোরঞ্জন করতে পারবে বলে আশাবাদী তাঁরা।

 

Related Articles

Back to top button
Close