fbpx
কলকাতাপশ্চিমবঙ্গবিনোদনহেডলাইন

পুজোয় মুক্তি পেতে চলেছে সুজিত ও কৌশানী -এর নতুন গান ‘বন্ধুত্বের হাত’

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বর্তমান পরিস্থিতিতে মানুষের মন বড়ই অস্থির। এই অবস্থায় কিছুটা হলেও জীবনে একটু স্বস্তি এনে দেবে সুজিত ও কৌশানীর পুজোর নতুন গান, ‘বন্ধুত্বের হাত’। ব্যস্ত জীবনের যন্ত্রনা, রাগ অভিমান দ্বিধা সব ভুলে বন্ধুর সঙ্গে গানে গানে চেনা সুরে সুর মিলিয়ে দূরে হারিয়ে যাওয়ার একটি গান। গানের কথা, সুর ও দুজনের গায়কী মনে দাগ কাটবে বলে আশাবাদী দুজনেই। গানের কথা ও সুর সুজিতের। কি বোর্ড প্রোগ্রামিং করেছেন প্রণব। গিটারে রয়েছেন অনিন্দ্য দত্ত।

আরও পড়ুন: রায়দানের পরেই সোচ্চার যোগী… সর্ব সমক্ষে ক্ষমা চাইতে হবে কংগ্রেসকে

আরও পড়ুন: ‘বিচার বিভাগের ইতিহাসে অত্যন্ত দুঃখজনক দিন’, বাবরির রায় নিয়ে মন্তব্য ওয়েইসির

বর্তমানে শিল্পীরা দুজনেই খুব ভালো কাজ করছেন। কৌশানী প্রথম তার পরিচিতি অর্জন করেছিল Zee Bangla সা রে গা মা পা ও ‘মানবেন্দ্র’ পুরষ্কারে পুরষ্কিত হওয়ার মাধ্যমে ও সুজিতের প্রকাশ হয়েছিল সিনেমার গান , বেসিক গান, সিনেমার প্রচ্ছদ মিউজিক ও একজন ভালো মিউজিশিয়ান হিসেবে। অপেক্ষা আর মাত্র কয়েকটা দিনের। তারপরেই মুক্তি পাবে ‘বন্ধুত্বের হাত’।

Related Articles

Back to top button
Close