সব্যসাচী দত্তর উপর হামলা সুজিত বসু অনুগামীদের, প্রতিবাদে পথ অবরোধ বিজেপির

পঙ্কজ বিশ্বাস, বিধান নগর: লেকটাউনের এক নিগৃহীত কর্মীকে দেখতে গেলে বিজেপির রাজ্য সম্পাদক তথা নিউটাউনের বিধায়ক সব্যসাচী দত্তর উপর সোমবার হামলা চালাবার অভিযোগ উঠল দমকল মন্ত্রী সুজিত বসুর অনুগামীদের বিরুদ্ধে। দুই পক্ষের মারামারির ঘটনায় বিজেপির প্রায় ২০ জন কর্মী জখম হয়েছে বলে জানা গেছে। অন্যদিকে ৫ জন কর্মী আহত হয়েছে বলে দাবি তৃণমূলের। দুই পক্ষই লেকটাউন থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। ঘটনার তদন্তে নেমেছে লেকটাউন থানার পুলিশ।
সব্যসাচী দত্তের অভিযোগ বেশ কয়েকদিন ধরে ধ্রুবনীল নামে স্থানীয় এক বিজেপি কর্মীর বাড়িতে তৃণমূল কর্মীরা হামলা চালাচ্ছে। আজ তার খোঁজখবর নিতেই লেকটাউনে যান সব্যসাচী। এরপরে তাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল কর্মীরা। দুই পক্ষ একে অপরের মুখোমুখি হয়ে পড়ে। একে অপরের বিরুদ্ধে স্লোগান দিতে শুরু করে। এরই মাঝে তৃণমূল কর্মীরা বিজেপি কর্মীদের ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ সব্যসাচী দত্তর।
বিজেপির প্রাক্তন জেলা সহ-সভাপতি পীযূষ কানোরিয়া সহ প্রায় ২০ জন বিজেপি নেতা কর্মী জখম হয়। যেই সময় তৃণমূল কর্মীরা বিজেপির উপর চড়াও হয় সেই সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল এমন তো অভিযোগ বিজেপির। এমনকি সব্যসাচী দত্তের নিরাপত্তারক্ষী তৃণমূলের হামলায় আহত হয় বলে জানা গিয়েছে।
এই ঘটনার প্রতিবাদে সোমবার সন্ধ্যাবেলায় বিজেপি কর্মীরা দমদম পার্কের কাছে ভিআইপি রোডের উপর টায়ার জ্বালিয়ে পথ অবরোধ করে। বিজেপি কর্মীদের দাবি অবিলম্বে যারা হামলা চালিয়েছে তাদের ভিডিও ফুটেজ খতিয়ে দেখে চিহ্নিত করে গ্রেফতার করতে হবে। এদিন পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লেকটাউন থানার পুলিশ। জ্বলন্ত টায়ারের উপর জল ঢেলে দেয় পুলিশ। অবরোধকারীদের দোষীদের গ্রেফতার করার আশ্বাস দেয়। এর পরেই পুলিশ পথ অবরোধ তুলে দেয়।