fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

ভার্চুয়াল পথে হাঁটল সুপ্রিম কোর্ট, করোনা আবহে হোয়াটস অ্যাপ, ইমেল, ফ্যাক্সে পাঠানো যাবে সমন

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহের কারণে অনেক নিয়মেরই রদবদল হয়েছে, এবার পরিবর্তন আনা হল শুনানির ক্ষেত্রে। এবার থেকে হোয়াটস অ্যাপ, ইমেল কিংবা ফ্যাক্সে পাঠানো যাবে সমন। শুক্রবার ভার্চুয়াল শুনানিতে এমনটাই জানিয়েছে সুপ্রিমকোর্ট।

আরও পড়ুন:সাংবাদিক মৃত্যুর ঘটনায় নয়া মোড়, অপসারিত AIMS ট্রমা কেয়ার সেন্টারের প্রধান

এই প্রথমবার প্রযুক্তি ব্যবহার করে এই সিদ্ধান্ত গ্রহণ করল সুপ্রিম কোর্ট। বিচারপতি এ এস বোপান্না ও আর সুভাষ রেড্ডির ডিভিশন বেঞ্চ জানিয়েছে, করোনা পরিস্থিতি তাতে ডাকঘরে গিয়ে আদালতের নথি সংগ্রহ সম্ভব নয়। ডাকঘর থেকে লোক পাঠানোও এখন সমস্যার। বহু মামলা আছে, যার জরুরিভিত্তিক গুরুত্ব রয়েছে। দেশ যখন ভার্চুয়াল পথে এগোচ্ছে তখন সুপ্রিম কোর্টও সেই পথে হাঁটল।

Related Articles

Back to top button
Close