fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সুন্দরবনের মোমে প্রাণ পেল মৃন্ময়ী

শ্যাম বিশ্বাস, উত্তর ২৪ পরগনা: করোনা সচেতনতায় বার্তায় দিতে মহিলা চিকিৎসকের রূপে রূপম দেহি। বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের মিনাখাঁ গ্রাম পঞ্চায়েতের মালঞ্চচক আহমদপুর বাসিন্দা অনুপম বর্মন বিশ্বভারতী থেকে কলা বিভাগে পাশ করেই নিত্যনতুন শিল্পকলা তুলে ধরছেন সমাজের কাছে। ২০১৯ সালে কাঠের তৈরি দুর্গাপ্রতিমা করে নজির গড়েছিলেন প্রত্যন্ত সুন্দরবনের এই শিল্পী। এবারে করোনা আবহে সেটা করে উঠতে পারেননি বা কোনও বরাত পাননি এই শিল্পী। কিন্তু তাতেও শিল্পকলা থেমে থাকেনি। সুন্দরবনের জঙ্গলের মৌচাক থেকে সংগ্রহ করা মোম নিয়ে তৈরি করে ফেললেন ৭ ইঞ্চি বাই ৬ ইঞ্চি দীর্ঘ দুর্গাপ্রতিমা। ১১ দিন শ্রম দিয়ে সুন্দর একটি দুর্গা প্রতিমা গড়ে তুলেছেন তিনি।

[আরও পড়ুন- রক্তের সংকট কাটাতে এগিয়ে এল পুলিশ প্রশাসন, কৃষ্ণগঞ্জ থানার উদ্যোগে রক্তদান শিবির]

সংসারে নুন আনতে পান্তা ফুরায় মালঞ্চচক আহমদপুর বাসিন্দা অনুপম বর্মনের। তিনি বলেন, সরকারের কাছে সাহায্যের জন্য আবেদন করেছি। এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে কোনওরকম আশ্বাস পাইনি। গ্রামের মানুষরা জানিয়েছেন, রাজ্য সরকার এই শিল্পীকে  সাহায্য করুক, তাহলে আগামী দিনে  আরও বড় ধরনের  শিল্পকলা উপহার দিতে পারবে এই শিল্পী।

 

Related Articles

Back to top button
Close