প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা শীর্ষ আদালতের, অনাদায়ে ৩ মাসের জেল

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: প্রশান্ত ভূষণকে ১ টাকা জরিমানা করল দেশের শীর্ষ আদালত। অনাদায়ে ৩ মাসের জেল খাটতে হবে এই আইনজীবীকে। পাশাপাশি তিন বছর আইনজীবী হিসেবে প্র্যাক্টিস করতে পারবেন না তিনি৷ এমনই জানিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতি অরুণ মিশ্রের নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ।আদালতের নির্দেশ আগামী ১৫ সেপ্টেম্বরের মধ্যে জরিমানার টাকা মেটাতে হবে প্রশান্ত ভূষণকে৷
আদালত অবমাননার দায়ে আইনজীবী প্রশান্ত ভূষণকে এই নির্দেশ দিয়েছে আদালত। উল্লেখ্য, গত ২৭ জুন তিনি টুইটারে মন্তব্য করেন, দেশের গনতন্ত্র ধ্বংস করছে সুপ্রিম কোর্ট এবং চার বিচারপতি। এরপর ২৯ জুন সিজেআই বোবদের বিলাসবহুল বাইক চড়া নিয়েও মন্তব্য করেন তিনি।
তাঁর দাবি, একজন বিচারপতি কিভাবে একজন রাজনৈতিক নেতার বাইক ব্যবহার করতে পারেন এই নিয়ে প্রশ্ন তোলেন প্রশান্ত ভূষণ। যার ফলে তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ ওঠে। আর এই মামলায় দোষী সাব্যস্ত হন প্রশান্ত ভূষণ।