গুরুত্বপূর্ণদেশহেডলাইন
দেশে জারি করোনা পরিস্থিতি, মহরমের শোভাযাত্রার অনুমতি খারিজ সুপ্রিম কোর্ট-এর

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: করোনা আবহে বড়সড় সিদ্ধান্ত নিল দেশের শীর্ষ আদালত। বৃহস্পতিবার মহরমের শোভাযাত্রার অনুমতি দিল না সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য, মহরমের শোভাযাত্রায় অনুমতি দেওয়ার আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে দায়ের হয়েছিল জনস্বার্থ মামলা। তা খারিজ করে দিল শীর্ষ আদালত।
রায়দানের সময় প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ জানায়, সারাদেশের জন্য একটি সাধারণ নির্দেশের ফলে ‘বিশৃঙ্খলা’ তৈরি হবে। এরকম রায়ের ফলে পুরো সম্প্রদায়ের মানুষকেই সমস্যার মুখে পড়তে হতে পারে। বেঞ্চের তরফে বলা হয়, ‘সারাদেশের জন্য একটি সাধারণ নির্দেশ দেওয়া সম্ভব নয়। তার ফলে বিশৃঙ্খলা তৈরি হবে। করোনাভাইরাস ছড়িয়ে পড়ার জন্য ওই নির্দিষ্ট সম্প্রদায়কে নিশানা করা হবে। আমরা সেটা চাই না।’
এর পাশাপাশি আবেদনকারী রাজ্যগুলিকেও মামলায় পক্ষ করেননি বলে জানায় শীর্ষ আদালত।