
যুগশঙ্খ, ওয়েবডেস্কঃ এখনই হাসপাতাল থেকে বাড়ি ফেরা হচ্ছে না কিংবদন্তী সঙ্গীতশিল্পী লতা মঙ্গেশকরের। লতাজির বোন ঊষা মঙ্গেশকর সংবাদমাধ্যমকে জানিয়েছেন, বয়সের কথা মাথায় রেখেই আরও কিছুদিন হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চিকিৎসকদের মতে আরও ১০-১২ দিন ৯২ বছরের এই গায়িকাকে হাসপাতালে রাখা হতে পারে। দেওয়া হতে পারে ককটেল থেরাপি। এর আগেই সৌরভ গাঙ্গুলিকে দেওয়া হয়েছিল এই থেরাপি।
করোনা আক্রান্ত হয় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে চিকিৎসাধীন লতা মঙ্গেশকর। তবে তিনি ভালো আছেন বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। করোনার পাশাপাশি নিউমোনিয়াতেও আক্রান্ত লতা মঙ্গেশকর।
ঊষা মঙ্গেশকর জানিয়েছেন, কোভিড পরিস্থিতির কারণে পরিবারের তরফ থেকে লতার সঙ্গে গিয়ে দেখা করা সম্ভব হচ্ছে না। তবে নিয়মিত হাসপাতালের সঙ্গে যোগাযোগ রাখছেন তারা। চিকিৎসায় সাড়া দিচ্ছেন এই বর্ষীয়ান গায়িকা।
এর আগে ২০১৯ সালে একবার শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন লতা মঙ্গেশকর। সেই সময় ভাইরাল চেস্ট ইনফেকশনের কারণে শ্বাসকষ্টের সমস্যা দিয়েছিল তাঁর।
গত বছরের সেপ্টেম্বরে পরিবারকে সঙ্গে নিয়ে ৯২ বছরের জন্মদিন পালন করেন সুর সম্রাজ্ঞী, কোকিলকন্ঠী লতা মঙ্গেশকর।