fbpx
গুরুত্বপূর্ণদেশহেডলাইন

৩ জঙ্গিকে সঙ্গে নিয়ে আলফা শীর্ষ নেতা দৃষ্টি রাজখোয়ারের আত্মসমর্পণ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: আলফা শীর্ষ নেতা দৃষ্টি রাজখোয়ারের আত্মসমর্পণ। ভারতীয় সেনার কাছে আত্মসমর্পণ করল আলফার এই শীর্ষ নেতা দৃষ্টি রাজখোয়ার। মেঘালয়-অসম-বাংলাদেশ সীমান্তের কাছে আত্মসমর্পণ করেন আলফার এই শীর্ষ নেতা। তারই সঙ্গে আত্মসমর্পণ করেছে আরও চার আলফা জঙ্গি। এদের কাছে থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রশস্ত্র। জানা গিয়েছে যে, এরা ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (ইন্ডিপেনডেন্ট) এর সদস্য।

আরও পড়ুন- আতসবাজির পর দিল্লিতে বন্ধ ছট পুজো, ফের হিন্দুদের ওপর কোপের অভিযোগ হিন্দুত্ববাদী সংগঠনের 

এই ৪ জনের নাম বেদান্ত, ইয়াসিন অসম, রোপজ্যোতি অসম ও মিঠুন অসম। মোস্ট ওয়ান্টেড আলফা জঙ্গিদের নামের তালিকায় ছিল দৃষ্টি রাজখোয়ার। লোয়ার অসমে বেড়ে গিয়েছিল নাশকতামূলক কাজকর্ম। সেইকারণে গোয়েন্দাদের ওয়ান্টেড তালিকায় নাম ছিল দৃষ্টি রাজখোয়ারের। অসমের অর্থমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা আগেই জানিয়েছিলেন যে, আলফা সংক্রান্ত সমমস্যা দ্রুত মিটিয়ে ফেলার চেষ্টা করছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আলফার সেকেন্ড ইন কমান্ড রাজখোয়া বর্তমানে সেনার গোয়েন্দা বিভাগের হাতে রয়েছে। রাজখোয়া বাংলাদেশে ছিল। কয়েক সপ্তাহ আগেই ভারতের মেঘালয়ে প্রবেশ করেছিল সে। উল্লেখ্য, অসম রাইফেল এবং পুলিশের যৌথ অপারেশনে গ্রেফতার হয় আলফার শীর্ষস্থানীয় সদস্য। তিনসুকিয়া জেলার লালপাহাড় থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

 

 

 

Related Articles

Back to top button
Close