শরণানন্দ দাস, কলকাতা: রাজভবনে নজরদারি চলছে, তথ্য বাইরে চলে যাচ্ছে। রবিবার এই চাঞ্চল্যকর অভিযোগ করেছিলেন রাজ্যপাল জগদীশ ধনকর। রাজ্যের সাংবিধানিক প্রধানের এই অভিযোগকে ঘিরে রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
রবিবারই দিল্লিতে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছিলেন, ‘ এতদিন আমাদের উপর নজরদারি হত। এবার রাজ্যপালও রেহাই পেলেন না। রাজভবনের উপর এবার নজরদারি শুরু হয়েছে।’ সোমবার এই বিষয়ে সরব হলেন বিজেপির কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিনহা ও কেন্দ্রীয় নেতা মুকুল রায়। রাহুল সিনহা বলেন, ‘রাজ্যপাল অভিযোগ করেছেন রাজভবনে আড়িপাতা হচ্ছে, নজরদারি চালানো হচ্ছে। গুরুত্বপূর্ণ ফাইল বাইরে পাচার করা হচ্ছে। এই অভিযোগ অত্যন্ত গুরুতর। আমি মনে করি এই অভিযোগের নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।’
অন্যদিকে এদিন বিজেপির হেস্টিংস অফিসে রাজ্যপালের অভিযোগ সম্পর্কে প্রতিক্রিয়া জানান বিজেপির কেন্দ্রীয় নেতা মুকুল রায়। তিনি বলেন, ‘ রাজভবনের উপর নজরদারি চালানো হচ্ছে, তথ্য বাইরে পাচার হচ্ছে। এই অভিযোগ অত্যন্ত গুরুতর। অভিযোগ করছেন স্বয়ং রাজ্যপাল। তিনিও অত্যন্ত সিরিয়াস ধরনের মানুষ। সুতরাং এই অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া উচিত।’