গুরুত্বপূর্ণদেশহেডলাইন
সুশান্ত মামলার সুপ্রিম রায় দানের দিকে তাকিয়ে গোটা দেশ
যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: দেশের শীর্ষ আদালতে ফের সুশান্ত সিং মামলার শুনানি। সেই রায়ের দিকে তাকিয়ে গোটা দেশ। বৃহস্পতিবার রিয়া চক্রবর্তীর আবেদনের শুনানি হবে শীর্ষ আদালতে। সেই মামলার কি রায় দেবে শীর্ষ আদালত? সেই দিকেই তাকিয়ে গোটা দেশ। এর আগে নিজেই সুশান্ত মৃত্যুতে সিবিআই তদন্তের দাবি তুলেছিলেন রিয়া চক্রবর্তী। কিন্তু পরে মামলায় সিবিআই তদন্তের বিরোধিতা করছেন তিনি।
[আরও পড়ুন- একুশে ক্ষমতায় এলেই এইমস গড়ব উত্তরবঙ্গে: দিলীপ ঘোষ]
উল্লেখ্য, সুশান্তের বাবা কেকে সিং পাটনায় রিয়ার বিরুদ্ধে ১৬ দফার অভিযোগ দায়ের করেছেন। এরপরেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন রিয়া। সুশান্তের মৃত্যু মামলায় বিহার পুলিশের হস্তক্ষেপের বিরুদ্ধে দাবি তোলেন রিয়া। তিনি দাবি করেন যে, সুশান্তের মৃত্যু হয়েছে মুম্বাইতে। সেইকারয়ানে মুম্বাই পুলিশ এই ঘটনার তদন্ত করুক।