fbpx
দেশহেডলাইন

বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি সুশান্ত সিং রাজপুতের বিধায়ক ভাই নীরজ বাবলু

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের খুড়তুতো ভাই তথা বিজেপি বিধায়ক নীরজ বাবলু। পাটনার একটি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে। এই মুহূর্তে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে বলে জানা গিয়েছে পরিবারের তরফে।

সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলায় প্রথম থেকে সরব হয়েছিলেন এই বিজেপি বিধায়ক। এমনকি তিনি মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের কাছেও ব্যক্তিগতভাবে সিবিআইয়ের তদন্তের জন্য আর্জি জানিয়েছিলেন। জানা গিয়েছে, নীরজ তার নির্বাচনী এলাকায় প্রচারকার্য চালাচ্ছিলেন এবং হঠাৎই তিনি বুকে ব্যথা অনূভব করেন। তড়িঘড়ি তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে পাটনা হাসপাতালে ভর্তি করার কথা বলেন এবং সঙ্গে সঙ্গেই পাটনার একটি হাসপাতালে ভর্তি করা হয় তাকে।

Related Articles

Back to top button
Close