fbpx
দেশবিনোদনহেডলাইন

‘হিট উইকেট’ রুপোলি পর্দার ‘ধোনি’, মৃত্যুর আগে সোশ্যাল সাইটে মায়ের স্মৃতিচারণ

যুগশঙ্খ ডিজিটাল ডেস্ক: মাত্র ৩৪ বছর বয়সেই  হিট উইকেটট রুপোলি পর্দার এমএস ধোনি’ সুশান্ত। রবিবার ঘটনাটিকে ঘিরে শুরু হয়েছে তোলপাড়। চাঞ্চল্য ছড়িয়েছে বলিউডে

তিনি ভাবুক ছিলেন৷ সোশ্যাল মিডিয়ায় নিজের মনের কথা লিখতেন সুশান্ত৷ কখনও কল্পবিজ্ঞান নিয়ে লিখতেন তিনি, কখনও আবার মহাজাগতিক বিষয় নিয়ে দেখা যেত তাঁর পোস্ট৷ এই বিষয়গুলো নিয়ে গভীরভাবে চিন্তা করতেন তিনি৷ শেষ যে ইনস্টাগ্রাম পোস্টটি ছিল তাঁর, তাতেও যেন কোথাও সেই গভীর চিন্তার ছাপ ফেলে গিয়েছে তিনি৷ জীবনের দ্বন্দ্বের কথা উঠে এসেছে তাতে৷ ২০০২-এ মাকে হারিয়েছিলেন সুশান্ত৷ সেই দুঃখ কিছুতেই ভুলতে পারেননি৷ শেষ পোস্টেও সেই মায়ের কথা বলেছেন অভিনেতা।

 

চোখের জলে আবছা হয়েছে অতীত, ভবিষ্যতের দিকে তাকিয়ে মুখে ফুটছে হাসি, আর জীবন যেন এই ভবিষ্যৎ ও অতীতের দোলাচলে কাটছে…মা’ এই ছিল সুশান্তের শেষ ইনস্টাগ্রাম পোস্ট৷ তাঁর হতাশার চিকিৎসা চলছিল৷ মৃত্যুর পর সুশান্তের ফ্ল্যাটে গিয়ে সেই সব চিকিৎসার কাগজ উদ্ধার করে পুলিশ৷ তাঁদের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন অভিনেতা

Related Articles

Back to top button
Close