fbpx
পশ্চিমবঙ্গহেডলাইন

সিবিএসই বোর্ডের সেরা অধ্যক্ষ হিসাবে বাংলা থেকে মনোনীত শিক্ষক সুশীল কুমার সিনহা

শুভেন্দু বন্দ্যোপাধ্যায়, আসানসোল: বাংলা থেকে একমাত্র সিবিএসই বোর্ডের সেরা প্রিন্সিপাল বা অধ্যক্ষ পুরষ্কারের জন্য মনোনীত হলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বার্নপুর রিভারসাইড স্কুলের অধ্যক্ষ ডঃ সুশীল কুমার সিনহা। সারা দেশের ১৫ জন প্রিন্সিপাল বা অধক্ষ্য ও ২৪ জন শিক্ষকের মধ্যে এই বাংলা থেকে একমাত্র তিনিই এই পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন বলে জানা গেছে। সুশীলবাবুর মনোনীত হওয়ার খবরে স্কুলের পড়ুয়া, শিক্ষক থেকে অভিভাবকদের মধ্যে খুশির হাওয়া।
জানা গেছে , শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দেওয়া হয়ে থাকে এই পুরস্কার। সারা দেশের সিবিএসই অনুমোদিত স্কুলগুলির মধ্যে থেকে অধ্যক্ষ ও শিক্ষকদের মধ্যে সেরাকে প্রতি বছর এই পুরস্কার দেওয়া হয়। ২০০০ সাল থেকে কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন দপ্তর বা বর্তমানে শিক্ষা দপ্তর এই পুরস্কার দিয়ে আসছে। এই পুরস্কার পাওয়ার ক্ষেত্রে বিবেচিত হতে গেলে একজন শিক্ষকের টানা ১০ বছর শিক্ষকতার অভিজ্ঞতা যেমন থাকতে হবে।  তেমন অধ্যক্ষের ক্ষেত্রে ১০ বছর শিক্ষকতার পাশাপাশি ৫ বছরের অধ্যক্ষ হিসাবে অভিজ্ঞতা থাকাটাও বাধ্যতামূলক। শুধু তাই নয়, একজন অধ্যক্ষ বা শিক্ষক  তিনি নিজের বিষয় ছাড়াও স্কুলের কোন কোন বিষয়কে গুরুত্ব দিচ্ছেন, স্কুলের সার্বিক ফলাফলই বা কি এই রকম  অন্ততঃ ১০/১৫টির মতো নির্দিষ্ট প্রশ্নের উত্তর পাঠাতে হয়।
তারপর দিল্লি থেকে সেই অধ্যক্ষ বা শিক্ষকের সঙ্গে যোগাযোগ করে আরো তথ্য নেওয়া হয়। এরপর এই পুরষ্কারের জন্য বিবেচিত হওয়া যায় বলে জানান সুশীল কুমার সিনহা। বার্ণপুর রিভারসাইড স্কুলের অধ্যক্ষ ডঃ সুশীল কুমার সিনহা বলেন, ১৯৮৯ সাল থেকে বার্নপুর রিভারসাইড স্কুলের সঙ্গে জড়িয়ে আছি শিক্ষক হিসাবে। এই খবর পাওয়ার পর নিশ্চয় আমার খুব ভালো লাগছে। কেননা এই রাজ্য থেকে আমি একমাত্র এই সম্মান পেতে চলেছি। তিনি আরো বলেন, এই পুরস্কার শুধু আমার একার নয়। এই পুরস্কার স্কুলের সমস্ত শিক্ষক  – শিক্ষিকা, স্কুল পরিচালন সমিতি, পড়ুয়া থেকে অভিভাবক সবারই। এই পুরস্কার স্কুলকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে আমাকে উৎসাহ দেবে। সেই সঙ্গে আমার দায়িত্ব আরো বেড়ে গেলো। আমার নাম এই পুরষ্কারের জন্য মনোনীত করায় সিবিএসই কর্তৃপক্ষকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। তিনি এই পুরস্কার স্কুলকে উৎসর্গ করেছেন।

Related Articles

Back to top button
Close